Realme 2 Pro লঞ্চ ইভেন্টে সবাইকে অবাক করে দিয়ে কোম্পানি লঞ্চ করেছে Realme C1। Redmi 6A এর সাথে টক্কর দিতে বাজেট সেগমেন্টে এই ফোন লঞ্চ করেছে Realme। Realme C1 এর ভিতরে রয়েছে Snapdragon 450 চিপসেট, 4230 mAh ব্যাটারি আর ডিসপ্লের উপরে কালো নচ।
ভারতে Realme C1এর দাম 6,999 টাকা। আপাতত দীপাবলি পর্যন্ত এই দামে বিক্রি হবে Realme –র লেটেস্ট বাজেট স্মার্ট। আগামী 11 অক্টোবর থেকে Flipkart এ Realme C1 বিক্রি শুরু হবে।
Realme C1 এ রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। Realme C1 এর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।
ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি 13MP+2MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে 5MP সেলফি ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন