ভারতের বাজারে পা রাখল Mi A2। নতুন এই স্মার্ট ফোনটি লম্বায় 5.99 ইঞ্চি। পুরোটাই এইচডি ডিসপ্লে। আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ভারতে দাম হয়েছে 16,999। আর Xiaomi Redmi Note 5 Pro-এর দাম 14,999 টাকা। Mi A2 টি অ্যানড্রয়েড 8.1 ওরিও গোত্রীয় মোবাইল আর রেডমি নোট 5 প্রো গুগল অ্যানড্রয়েড ওয়ানজাত।
কার কেমন দাম?
ভারতে Mi A2-এর দাম শুরু 16,999 টাকা থেকে। আর এ বছরের শুরুতে বাজারে আসা Xiaomi Redmi Note 5 Pro-এর দাম 13,999 টাকা। পরে তা বেড়ে হয় 14,999 টাকা। তবে এটি বেসিক প্রাইস।
কোন ফোনে কী কী আছে ?
Mi A2
Mi A2টি অ্যানড্রয়েড 8.1 ওরিও গোত্রীয় মোবাইল। তাছাড়া ফোনে গোরিলা গ্লাস থেকে শুরু করে আরও বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধা আছে। আরXiaomi Redmi Note 5 Pro গুগল অ্যানড্রয়েড ওয়ানের রূপ। এখানে 1.25 মাইক্রো পিক্সেল ক্যামেরা আছে। আছে 20 মেগাপিক্সেলের সেন্সর। তাছাড়া মোবাইলে এলইডি ফ্ল্যাশ।
.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন