ভারতের বাজারে পা রাখল Mi A2। নতুন এই স্মার্ট ফোনটি লম্বায় 5.99 ইঞ্চি। পুরোটাই এইচডি ডিসপ্লে।
দুটি ফোন নিয়ে গ্রাহকদের মধ্যে আগ্রহ আছে।
ভারতের বাজারে পা রাখল Mi A2। নতুন এই স্মার্ট ফোনটি লম্বায় 5.99 ইঞ্চি। পুরোটাই এইচডি ডিসপ্লে। আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ভারতে দাম হয়েছে 16,999। আর Xiaomi Redmi Note 5 Pro-এর দাম 14,999 টাকা। Mi A2 টি অ্যানড্রয়েড 8.1 ওরিও গোত্রীয় মোবাইল আর রেডমি নোট 5 প্রো গুগল অ্যানড্রয়েড ওয়ানজাত।
কার কেমন দাম?
ভারতে Mi A2-এর দাম শুরু 16,999 টাকা থেকে। আর এ বছরের শুরুতে বাজারে আসা Xiaomi Redmi Note 5 Pro-এর দাম 13,999 টাকা। পরে তা বেড়ে হয় 14,999 টাকা। তবে এটি বেসিক প্রাইস।
কোন ফোনে কী কী আছে ?
Mi A2
Mi A2টি অ্যানড্রয়েড 8.1 ওরিও গোত্রীয় মোবাইল। তাছাড়া ফোনে গোরিলা গ্লাস থেকে শুরু করে আরও বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধা আছে। আরXiaomi Redmi Note 5 Pro গুগল অ্যানড্রয়েড ওয়ানের রূপ। এখানে 1.25 মাইক্রো পিক্সেল ক্যামেরা আছে। আছে 20 মেগাপিক্সেলের সেন্সর। তাছাড়া মোবাইলে এলইডি ফ্ল্যাশ।
.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 Pro Mini Confirmed to Feature Snapdragon 8 Gen 5 SoC; AnTuTu Benchmark Score Teased