Oppo K5 ফোনে সবথেকে বড় উন্নতি হয়েছে ক্যামেরা বিভাগে। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি 2 মেগাপিক্সেল সেন্সর।
মাত্র 16,990 টাকায় Oppo K1 ফোনে থাকছে ডিসপ্লের নিচের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে থাকছে AMOLED ডিসপ্লে। যা এই দামে অন্য কোন ফোনে পাওয়া যায় না। Oppo K1 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 660 চিপসেট। Realme 2 Pro আর Vivo V9 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme 2 Pro আর Realme C1। Flipkart থেকে আজ এই ফোনের বিক্রি শুরু হল। Realme 2 Pro তে রয়েছে 8GB RAM, Snapdragon 660 চিপসেট, ওয়াটারড্রপ নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আকর্ষনীয় সব ফিচার।
সম্প্রতি এক ইভেন্টে লঞ্চ হয়েছে Realme 2 Pro। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের ভিতরে লেটেস্ট Snapdragon 660 চিপসেটের উপস্থিতি। এছাড়াও Realme 2 Pro তে রয়েছে ওয়াটার ড্রপ নচ, 8GB পর্যন্ত RAM। এর আগেই ভারতে Mi A2 আর Vivo V9 Pro প্রো ফোনে দেখা গিয়েছে একই চিপসেট।
Realme 2 Pro ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। আগে Oppo F9 Pro আর Vivo V11 Pro ফোনে একই ধরনে ছোট ডিসপ্লে নচ দেখা গিয়েছিল। Realme 2 Pro তে রয়েছে Snapdragon 660 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।