শিঘ্রই লঞ্চ হবে Realme 3 Pro। তার ঠিক আগে সস্তা হল গত বছর লঞ্চ হওয়া Realme 2 Pro।
গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Realme 2 Pro
সস্তা হল Realme 2 Pro। এই ফোনের তিনটি ভেরিয়েন্টের দাম পাকাপাকিভাবে কমিয়েছে Realme। শিঘ্রই লঞ্চ হবে Realme 3 Pro। তার ঠিক আগে সস্তা হল গত বছর লঞ্চ হওয়া Realme 2 Pro। 11,990 টাকা থেকে Realme 2 Pro পাওয়া যাবে। এছাড়াও সম্প্রতি 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে Reamle U1 লঞ্চ করেছে চিনের কোম্পানিটি।
সস্তা হয়ে ভারতে 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 11,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 13,990 টাকা আর 15,990 টাকা। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 2 Pro। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন।
Realme 2 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Sony IMX398 Realme 2 Pro তে থাকছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS সহ আরও অনেক অপশান। Realme 2 Pro এর ব্যাটারি 3500 mAh। ফোনের ওজন 174 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ISRO Says Gaganyaan Mission Is 90 Percent Complete, Aiming for 2027 Launch
Saturn’s Moon Titan Breaks One of Chemistry’s Oldest Rules, NASA Study Reveals
Scientists Construct 5-Micron Engine Generating Effective Heat of 13 Million Degrees Celsius Without Burning