সোমবার বাজারে এল Realme X50 Pro Player Edition। এই ফোনে থাকছে 5G কানেক্টিভিটি। Realme X50 Pro'র থেকে তুলনামূলক কম দামে লঞ্চ হয়েছে Realme X50 Pro Player Edition। এই ফোনে 90Hz ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে Snapdragon 865 চিপসেট। Dolby Atmos ও Hi-Res Audio সাপোর্ট সহ এই ফোন লঞ্চ করেছে Realme।
Realme X50 Pro Player Edition-এর দাম শুরু হচ্ছে 2,699 ইউয়ান (প্রায় 28,700 টাকা) থেকে। দুটি রঙে আপাতত চিনে এই ফোন বিক্রি শুরু হবে।
Realme X50 Pro Player Edition-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.44 ইঞ্চি 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, Adreno 650 GPU, 12GB RAM ও 128GB স্টোরেজ।
এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
নতুন ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,100 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X50 Pro Player Edition-এর ওজন 209 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন