কোম্পানির সব থেকে জনপ্রিয় স্মার্টফোন Realme 2 Pro। লঞ্চের সময় এই ফোনে ছিল Android 8 Oreo অপারেটিং সিস্টেম। গত মাসে Realme 2 Pro Android 9.0 Pie পাঠিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছিল কোম্পানি। এবার জনপ্রিয় বেঞ্চমার্কিং ওয়েবসাইট Geekbench এ Realme 2 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলতে দেখা গেল। শীঘ্রই ওভার দ্য এয়ার (OTA) আপডেটের মাধ্যমে সব Realme 2 Pro ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম পৌঁছে যাবে।
Geekbench ওয়েবসাইটে Realme 2 Pro ফোনের 4GB RAM ভেরিয়েন্টে Android 9.0 Pie চলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: MyJio অ্যাপে ধামাকা অফার! দেখে নিন নতুন কী সুবিধা দিচ্ছে Jio?
আরও পড়ুন: এখনই Jio GigaFiber কানেকশান পাবেন কীভাবে?
Realme 2 Pro ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 Pro তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ছোট নচ। এই ফোনের ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 4GB/6GB/8GB RAM আর 64GB/128GB স্টোরেজ।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Realme C1 ফোনে থাকছে আরও বেশি স্টোরেজ
ছবি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16MP Sony IMX398 প্রাইমারি সেন্সার। এই ক্যামেরা দিয়ে 30fps স্পিডে 4K ভিডিও তোলা যাবে। এছাড়াও থাকবে একটি 16MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Sony IMX398 Realme 2 Pro তে থাকছে USB OTG, Wi-Fi 802.11 ac, Bluetooth, 4G VoLTE, GPS সহ আরও অনেক অপশান। Realme 2 Pro এর ব্যাটারি 3500 mAh। ফোনের ওজন 174 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন