27 সেপ্টেম্বর লঞ্চ হবে Realme 2 Pro। লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট। Realme 2 ফোনে রয়েছে Snapdragon 450 চিপসেট। সম্প্রতি Geekbench লিস্টিং এ দেখা গিয়েছে Realme 2 Proফোনের ভিতরে 8GB RAM থাকবে। প্রসঙ্গত টপ ভেরিয়েন্ট Realme 2 ফোনে 4GB RAM রয়েছে।
Geekbench লিস্টিং এ Realme 2 Pro ফোনকে Oppo RMX1807 নামে দেখা গিয়েছে। এটাই আগামী ফোনের ছদ্মনাম। এই লিস্টিং এ আরও দেখা গিয়েছে Realme 2 Pro ফোনের ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট, 8GB RAM আর Android 8.1.0 Oreo অপারেটিং সিস্টেম।
এই বেঞ্চমার্ক ওয়েবসাইটে Realme 2 ও Realme 2 Pro ফোনের বেঞ্জমার্ক স্কোরে অনেকটা তফাৎ দেখা গিয়েছে। এর মূল কারন অবশ্যই Realme 2 Pro ফোনের Snapdragon 660 চিপসেট আর 8GB RAM। প্রসঙ্গত Realme 2 ফোনে রয়েছে 4GB RAM আর Snapdragon 425 চিপসেট।
সম্প্রতি এক ভিডিওতে দেখা গিয়েছে Realme 2 Pro ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে থাকবে। এছাড়াও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। গ্লসি ও ম্যাট ব্যাক অপশানে বাজারে আসবে পরবর্তী Realme স্মার্টফোন। এছাড়াও থাকবে 3.5 মিমি হেডফোন জ্যাক আর USB পোর্ট।
গত মাসে 8,990 টাকায় লঞ্চ হয়েছে Realme 2। ডুয়াল সিম Realme 2 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme 2 তে রয়েছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। Realme 2 এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। Realme 2 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Realme 2 ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Realme 2 ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য Realme 2 তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Realme 2 তে থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/GLONASS, OTG, FM রেডিও, একটি microUSB 2.0 পোর্ট আর একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Realme 2 তে রয়েছে একটি 4230 mAh ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন