অবশেষে ভারতে এল Realme 3। এই ফোনে রয়েছে থ্রিডি ইউনি বডি ডিজাইন, ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডিসপ্লের উপরে রয়েছে ছোট্ট নচ। এই ফোনে লেটেস্ট MediaTek Helio P70 চিপসেট ব্যবহার করেছে Realme। সাথে থাকছে বিশাল 4,30 mAh চিপসেট আর লেটেস্ট Android 9 Pie অপেরাটিং সিস্টেম। একাধিক আলাদা মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 3। সোমবার নতুন দিল্লিতে লঞ্চ ইভেন্টে Realme জানিয়েছে এপ্রিল মাসে ভারতে আসবে Realme 3 Pro।
3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 12 মার্চ ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে Realme 3। প্রথম 10 লক্ষ গ্রাহক এই দামে 3GB RAM এর Realme 3 কিনতে পারবেন। অফলাইনেও পাওয়া যাবে এই ফোন।
লঞ্চের সময় Realme 3 কিনলে HDFC ব্যাঙ্ক গ্রাহকরা অতিরিক্ত 500 টাকা ছাড় পাবেন। এছাড়াও Jio ও MobiKwik গ্রাহকদের জন্য থাকছে আকর্ষনীয় অফার।
ডুয়াল সিম Realme 3 তে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।
ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন