Realme 6i। মঙ্গলবার এই ফোন নিয়ে এসেছে Realme। এই ফোনে রয়েছে MediaTek Helio G80 চিপসেট।
Realme 6i -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 6 ও Realme 6 Pro। এবার মায়ানমারে লঞ্চ হল Realme 6i। মঙ্গলবার এই ফোন নিয়ে এসেছে Realme। এই ফোনে রয়েছে MediaTek Helio G80 চিপসেট। এই প্রথম এই চিপ ব্যবহার করে কোন স্মার্টফোন বাজারে এল। Realme 6 সিরিজের অন্যান্য ফোনের মতোই Realme 6i -এর পিছনেও চারটি ক্যামেরা থাকছে। সাদা ও সবুজ রঙে বাজারে এসেছে এই স্মার্টফোন।
3GB RAM + 64GB স্টোরেজে Realme 6i -এর দাম 249,900 বর্মী ক্যত (প্রায় 13,000 টাকা)। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 299,900 বর্মী ক্যত (প্রায় 15,600 টাকা) খরচ হবে। বুধবার থেকে প্রতিবেশী দেশে Realme 6i প্রি-অর্ডার শুরু হচ্ছে।
ডুয়াল সিম Realme 6i তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G80 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Realme 6i -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। Realme 6i -এর ওজন 195 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Introduces Vibe Coding to Its AI Studio, Lets Users Create AI Apps With Text Prompts