Realme ফোনের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারন অবশ্যই এই ফোনে অবিশ্বাস্য কম দাম। তাই দাম বাড়িলে নিঃসন্দেহে Realme ফোন বিক্রিতে তার প্রভাব পড়বে। সম্প্রতি মাত্র 13,990 টাকায় Snapdragon 660 চিপসেট সহ Realme 2 Pro লঞ্চ করেছিল Realme।
সম্প্রতি মাত্র 13,990 টাকায় Snapdragon 660 চিপসেট সহ Realme 2 Pro লঞ্চ করে প্রসংশা কুড়িয়েছে Realme
2018 সালের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme। ইতিমধ্যেই ভারতে চারটি স্মার্টফোন লঞ্চ করেছে Oppo র বাজেট স্মার্টফোন ব্র্যান্ড। কম দামে ধাঁসু কনফিগারেশান আর প্রিমিয়াম ডিজাইন দিয়ে ইতিমধ্যেই ভারতেত যুব সম্প্রদায়ের মন জয় করেছে এই স্মার্টফোনগুলি। তবে ডলার তুলনায় টাকার দাম ক্রমশ কমতে থাকায় সমস্যার মুখে পড়েছে চিনের কোম্পানিটি। তাই দীপাবলীর ঠিক পরে দাম বাড়তে পারে Realme স্মার্টফোনের। এছাড়াও কোম্পানির পরবর্তী ফোনে থাকবে VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি। এই চার্জিং টেকনোলজিতে জলদি চার্জ হয়ে যাবে স্মার্টফোনের ব্যাটারি।
সম্প্রতি Realme প্রধান টুইটারে জানিয়েছেন, স্মার্টফোনের দাম বাড়ানোর কথা ভাবছে Realme। টাকার দাম ক্রমশ পড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হবে। দীপাবলীর পরে এই সমস্যার সমাধান করা হবে। তবে এই সিদ্ধান্তে এখনো শীলমোহর পড়েনি। তবে দাম না বাড়িয়ে অন্যভাবে এই সমস্যা সমাধানের পথ খুঁজছে Realme।
Realme ফোনের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারন অবশ্যই এই ফোনে অবিশ্বাস্য কম দাম। তাই দাম বাড়িলে নিঃসন্দেহে Realme ফোন বিক্রিতে তার প্রভাব পড়বে। সম্প্রতি মাত্র 13,990 টাকায় Snapdragon 660 চিপসেট সহ Realme 2 Pro লঞ্চ করে মিডরেঞ্জ বাজারে দখল নিয়েছে চিনের কোম্পানিটি।
তবে শুধু Realme নয়, টাকার দাম কমে যাওয়ার জন্য ইতিমধ্যেই ভারতে Redmi Note 5 Pro আর Mi TV 4 এর দাম বাড়িয়েছে Xiaomi। ফোনের দাম 1,000 টাকা ও টিভির দাম 5,000 টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও সম্প্রতি Redmi 6 আর Redmi 6A লঞ্চের সময় শুধুমাত্র প্রথম দুই মাসের জন্য এই দুই ফোনের দাম ঘোষণা করেছিল কোম্পানি। এই দুটি ফোন লঞ্চের সময় Xiaomi জানিয়েছিল টাকার দাম ক্রমশ পড়তে থাকায় শুরুতে প্রথম দুই মাসের দাম ঘোষণা করা হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Star Wars: Fate of the Old Republic Will Launch Before 2030, Game Director Confirms
Motorola Edge 70 Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Triple Rear Cameras: Price, Specifications