বিশ্বের প্রথম AC যুক্ত স্মার্টফোন এনে চমকে দিল Realme, চালালেই বেরোবে ঠান্ডা হাওয়া

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 28 অগাস্ট 2025 09:14 IST
হাইলাইট
  • রিয়েলমি চিল ফ্যান ফোনে বিল্ট-ইন কুলিং ফ্যান আছে
  • কুলিং সিস্টেমটি 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমাতে সক্ষম
  • এটি বিশ্বের একমাত্র ফোন যেখানে তিনটি শীতলীকরণ পদ্ধতি আছে

Realme Chill Fan Phone একটি কনসেপ্ট মডেল

ফোনের মধ্যেই যদি ছোট্ট AC থাকতো বা ঠান্ডা হাওয়া বেরোতো, তাহলে গরমে কতটা স্বস্তি পেতাম আমরা। বাইরে বেরিয়ে ঘামে জবজবে হয়ে যাওয়ার যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্তি মিলতো। অস্বীকার করার উপায় নেই, কখনও না কখনও আমাদের মাথায় এমন সব আজগুবি খেয়াল এসেছে। কিন্তু Realme এখন সেই কল্পনাকেই বাস্তবের রূপ দিয়ে বিস্ময় সৃষ্টি করেছে। গতকাল 15,000mAh ব্যাটারির স্মার্টফোন প্রদর্শন করে চমকে দিয়েছে তারা। পাশাপাশি "বিশ্বের প্রথম AC স্মার্টফোন" প্রকাশ করে প্রযুক্তি মহলে রীতিমতো শোড়গোল ফেলে দিয়েছে চাইনিজ সংস্থাটি। এর নাম দেওয়া হয়েছে Realme Chill Fan Phone। এসি ফিচার অন করলেই ঠান্ডা হাওয়া ছাড়বে এই ফোন।

Realme বিশ্বের প্রথম AC ফোন প্রদর্শন করল

রিয়েলমি চিল ফ্যান ফোনে তাপ অপসারণের জন্য তিন ধরনের পদ্ধতি রয়েছে। ফোনটিতে প্যাসিভ কুলিং যেমন ভেপার চেম্বার ব্যবহার করে যেমন তাপ কমানো হয়, তেমনই বিল্ট-ইন ফ্যানের মতো অ্যাক্টিভ কুলিং সিস্টেম আছে। এটি 7,700 বর্গ মিমি VC কুলিং সিস্টেম, মিনিয়েচার ফ্যান, ও থার্মোইলেকট্রিক কুলার একত্রিত করে ফোন ঠান্ডা রাখে। এটি বিশ্বের প্রথম ও একমাত্র ফোন যেখানে তিনটি শীতলীকরণ পদ্ধতি আছে।

ওই কুলিং সিস্টেম স্মার্টফোনে গেমিং অথবা ভিডিয়ো এডিটিং এর মতো ভারী কাজের সময় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দেয়, যা সাধারণ ঐতিহ্যবাহী ভেপার চেম্বার কুলিং ব্যবস্থার কর্মক্ষমতার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি। এর ফলে থ্রটলিং ছাড়াই হাই ফ্রেম রেটে কুড়ির বেশি জনপ্রিয় বড় মোবাইল গেম খেলার মজা পাওয়া যাবে। রিয়েলমি চিল ফ্যান ফোন কনসেপ্টের বাম দিকের ফ্রেমে একটি গ্রিল লক্ষ্য করা গিয়েছে যার মধ্য দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে আসবে।

রিয়েলমি আরও বলেছে, এসি ফিচারটি একটি সাধারণ এয়ার কন্ডিশনারের মতো কাজ করে, তাই আপনি পছন্দ মতো এটি চালু ও বন্ধ করতে পারেন। হ্যান্ডসেটটির পিঠে রঙের একটি বিশেষ আবরণ রয়েছে যা তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তন হয়, যাকে আইসেন্স আল্ট্রা (IceSense Ultra) বলা হচ্ছে। তাপমাত্রা হ্রাসের নান্দনিক প্রদর্শনের জন্য ব্যাক প্যানেলটি 45 ডিগ্রি সেলসিয়াসে সাদা থাকে এবং 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নীল রঙে বদলে যায়।

Realme Chill Fan Phone একটি কনসেপ্ট মডেল হিসেবে প্রদর্শিত হয়েছে। অর্থাৎ এটি এখন বাজারে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়। একটি কনসেপ্ট ফোন বাস্তবের রূপ নাও পেতে পারে, কিন্তু এর প্রযুক্তি ভবিষ্যতে ব্যবহার হবে। ফলে স্মার্টফোন থেকে এসির মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোনোর স্বপ্নপূরণ হতে আরও ক'বছরের অপেক্ষা।

প্রসঙ্গত, রিয়েলমি 15,000mAh ব্যাটারির ফোনটিও একটি কনসেপ্ট মডেল। একবার চার্জে সাধারণ ব্যবহারে 5 দিন পর্যন্ত টিকবে। 30 ঘন্টা গেম খেলার পাশাপাশি 50 ঘন্টা ধরে ভিডিও দেখতে পারবেন। ফ্লাইট মোড অন করে রেখে দিলে 3 মাস পর্যন্ত সচল থাকবে। এই মুহূর্তে এত বড় ব্যাটারির ফোন লঞ্চের পরিকল্পনা নেই রিয়েলমির। কিন্তু আগামী বছর তাদের 10,000mAh ব্যাটারির কমার্শিয়াল ফোন বাজারে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির Vivo ফোন 8,300 টাকা সস্তা হল!
  2. Realme GT 8 Pro নভেম্বরে ভারতে লঞ্চের ঘোষণা হল, 200MP ক্যামেরায় ঝড় তুলবে
  3. iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না
  4. Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
  5. Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 165Hz ডিসপ্লে, 7,300mAh ব্যাটারি
  7. Nothing Phone 3a Lite সস্তায় প্রিমিয়াম ডিজাইন ও সুন্দর ফিচার্সের সঙ্গে লঞ্চ হল
  8. Caller Name Display: Truecaller অতীত, এবার কল ধরার আগেই ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম
  9. Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা
  10. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.