রিয়েলমি চিল ফ্যান ফোনে তাপ অপসারণের জন্য তিন ধরনের পদ্ধতি রয়েছে। 7,700 মিমি VC কুলিং সিস্টেম, মিনিয়েচার ফ্যান, ও থার্মোইলেকট্রিক কুলার।
Realme Chill Fan Phone একটি কনসেপ্ট মডেল
ফোনের মধ্যেই যদি ছোট্ট AC থাকতো বা ঠান্ডা হাওয়া বেরোতো, তাহলে গরমে কতটা স্বস্তি পেতাম আমরা। বাইরে বেরিয়ে ঘামে জবজবে হয়ে যাওয়ার যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্তি মিলতো। অস্বীকার করার উপায় নেই, কখনও না কখনও আমাদের মাথায় এমন সব আজগুবি খেয়াল এসেছে। কিন্তু Realme এখন সেই কল্পনাকেই বাস্তবের রূপ দিয়ে বিস্ময় সৃষ্টি করেছে। গতকাল 15,000mAh ব্যাটারির স্মার্টফোন প্রদর্শন করে চমকে দিয়েছে তারা। পাশাপাশি "বিশ্বের প্রথম AC স্মার্টফোন" প্রকাশ করে প্রযুক্তি মহলে রীতিমতো শোড়গোল ফেলে দিয়েছে চাইনিজ সংস্থাটি। এর নাম দেওয়া হয়েছে Realme Chill Fan Phone। এসি ফিচার অন করলেই ঠান্ডা হাওয়া ছাড়বে এই ফোন।
রিয়েলমি চিল ফ্যান ফোনে তাপ অপসারণের জন্য তিন ধরনের পদ্ধতি রয়েছে। ফোনটিতে প্যাসিভ কুলিং যেমন ভেপার চেম্বার ব্যবহার করে যেমন তাপ কমানো হয়, তেমনই বিল্ট-ইন ফ্যানের মতো অ্যাক্টিভ কুলিং সিস্টেম আছে। এটি 7,700 বর্গ মিমি VC কুলিং সিস্টেম, মিনিয়েচার ফ্যান, ও থার্মোইলেকট্রিক কুলার একত্রিত করে ফোন ঠান্ডা রাখে। এটি বিশ্বের প্রথম ও একমাত্র ফোন যেখানে তিনটি শীতলীকরণ পদ্ধতি আছে।
ওই কুলিং সিস্টেম স্মার্টফোনে গেমিং অথবা ভিডিয়ো এডিটিং এর মতো ভারী কাজের সময় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দেয়, যা সাধারণ ঐতিহ্যবাহী ভেপার চেম্বার কুলিং ব্যবস্থার কর্মক্ষমতার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি। এর ফলে থ্রটলিং ছাড়াই হাই ফ্রেম রেটে কুড়ির বেশি জনপ্রিয় বড় মোবাইল গেম খেলার মজা পাওয়া যাবে। রিয়েলমি চিল ফ্যান ফোন কনসেপ্টের বাম দিকের ফ্রেমে একটি গ্রিল লক্ষ্য করা গিয়েছে যার মধ্য দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে আসবে।
রিয়েলমি আরও বলেছে, এসি ফিচারটি একটি সাধারণ এয়ার কন্ডিশনারের মতো কাজ করে, তাই আপনি পছন্দ মতো এটি চালু ও বন্ধ করতে পারেন। হ্যান্ডসেটটির পিঠে রঙের একটি বিশেষ আবরণ রয়েছে যা তাপমাত্রার পরিবর্তনের সাথে পরিবর্তন হয়, যাকে আইসেন্স আল্ট্রা (IceSense Ultra) বলা হচ্ছে। তাপমাত্রা হ্রাসের নান্দনিক প্রদর্শনের জন্য ব্যাক প্যানেলটি 45 ডিগ্রি সেলসিয়াসে সাদা থাকে এবং 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নীল রঙে বদলে যায়।
Realme Chill Fan Phone একটি কনসেপ্ট মডেল হিসেবে প্রদর্শিত হয়েছে। অর্থাৎ এটি এখন বাজারে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়। একটি কনসেপ্ট ফোন বাস্তবের রূপ নাও পেতে পারে, কিন্তু এর প্রযুক্তি ভবিষ্যতে ব্যবহার হবে। ফলে স্মার্টফোন থেকে এসির মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোনোর স্বপ্নপূরণ হতে আরও ক'বছরের অপেক্ষা।
প্রসঙ্গত, রিয়েলমি 15,000mAh ব্যাটারির ফোনটিও একটি কনসেপ্ট মডেল। একবার চার্জে সাধারণ ব্যবহারে 5 দিন পর্যন্ত টিকবে। 30 ঘন্টা গেম খেলার পাশাপাশি 50 ঘন্টা ধরে ভিডিও দেখতে পারবেন। ফ্লাইট মোড অন করে রেখে দিলে 3 মাস পর্যন্ত সচল থাকবে। এই মুহূর্তে এত বড় ব্যাটারির ফোন লঞ্চের পরিকল্পনা নেই রিয়েলমির। কিন্তু আগামী বছর তাদের 10,000mAh ব্যাটারির কমার্শিয়াল ফোন বাজারে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন