Realme আনল 15,000mAh ব্যাটারির অবিশ্বাস্য ফোন, এক চার্জে চলবে 5 দিন

15,000mAh ব্যাটারির ফোনে পরপর 25টি সিনেমা দেখা যাবে বলে দাবি করেছে Realme।

Realme আনল 15,000mAh ব্যাটারির অবিশ্বাস্য ফোন, এক চার্জে চলবে 5 দিন

Photo Credit: Realme

Realme আনল 15,000 ব্যাটারির মনস্টার স্মার্টফোন

হাইলাইট
  • Realme প্রদর্শন করল 15,000mAh ব্যাটারির স্মার্টফোন
  • এটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে
  • ফোনটি একবার চার্জ দিলে পাঁচ দিন পর্যন্ত চলবে
বিজ্ঞাপন

Realme আনল 15,000mAh ব্যাটারির স্মার্টফোন। শিরোনাম দেখে অনেকেই হয়তো ভেবেছেন, খবরটা আজগুবি। কিন্তু আজ এমনই বিস্ময়কর ফোন প্রদর্শন করে টেক দুনিয়াকে চমকে দিয়েছে রিয়েলমি। আমরা যারা স্মার্টফোন ব্যবহারকারী রয়েছি, তাদের ফোনের ব্যাটারি মোটামুটি 5,000mAh থেকে 7,000mAh এর মধ্যে ঘোরাফেরা করে। এবার তাহলে ভাবুন, ব্যাটারির ক্ষমতা 15,000mAh স্পর্শ করলে কী মজাটাই না হবে৷ বুধবার চীনে কোম্পানির ফ্যান ফেস্টিভ্যালে ফোনটির কনসেপ্ট মডেল প্রদর্শিত হয়েছে। এটি রিভার্স চার্জিং সাপোর্ট করে। এর ফলে ফোনকেই পাওয়্যার ব্যাঙ্ক বানিয়ে অন্য স্মার্টফোন, স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারফোনের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দিতে পারবেন।

15,000mAh ব্যাটারির Realme স্মার্টফোন প্রদর্শিত হল

চীনে Realme 828 ফ্যান ফেস্টিভ্যালের লাইভস্ট্রিম চলাকালীন, 15,000mAh ব্যাটারি ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক রিয়েলমি স্মার্টফোন প্রদর্শিত হয়েছে। রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে একে পোর্টেবল (বহনযোগ্য) পাওয়ার স্টেশন হিসেবে প্রচার করেছে কোম্পানি। এই ফোন একবার বাজারে এলে পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন ফুরোবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ফোন অন্য একটি ফোন, ব্লুটুথ ইয়ারবাড, স্মার্টওয়াচ বা যে কোনো USB-চালিত ডিভাইস চার্জ করতে সক্ষম।

সাধারণ ব্যবহারে 5 দিন চলবে

রিয়েলমি 15,000mAh ব্যাটারির ফোনে পরপর 25টি সিনেমা দেখা যাবে বলে দাবি করেছে কোম্পানি। সম্পূর্ণ চার্জ করা অবস্থায় সাধারণ ব্যবহারে 5 দিন পর্যন্ত টিকবে এটি। এর মাধ্যমে 18 ঘন্টা পর্যন্ত ভিডিয়ো রেকর্ড করতে পারবেন। 30 ঘন্টা গেম খেলার পাশাপাশি 50 ঘন্টা ধরে ভিডিও দেখতে পারবেন — এই সবকিছুই দানব ব্যাটারির জন্য সম্ভব হয়েছে। ফ্লাইট মোড অন করে রেখে দিলে 3 মাস পর্যন্ত ফোনটি সচল থাকবে বলে জানিয়েছে সংস্থা। 

Realme 15,000mAh ব্যাটারি যুক্ত মোবাইল ফোনের কোর স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ছবি হ্যান্ডসেটটির বেশ কিছু গোপন তথ্য তুলে ধরেছে। এতে 6.7 ইঞ্চি OLED ডিসপ্লে আছে। এটি Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করছে। ডিভাইসটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ ও বড় হরফে 15,000mAh লেখা আছে।

রিয়েলমির ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর দ্বারা চালিত বলে জানা গিয়েছে। এই চিপটির সঙ্গে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ যুক্ত। আবার মেমরির অব্যবহৃত অংশ ব্যবহার করে অতিরিক্ত 12 জিবি ভার্চুয়াল র‍্যাম তৈরি করা যাবে। ফোনটি সিলভার কালারে হাজির হয়েছে। সবথেকে বড় কথা হল, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও থিকনেস মাত্র 8.89 মিমি।

এখন প্রশ্ন হচ্ছে, রিয়েলমি কবে 15,000mAh ব্যাটারির ফোন বাজারে আনবে? এই বিষয়ে সংস্থা কিছু বলেনি। এটি কনসেপ্ট মডেল হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এখন প্রযুক্তিটি প্রাথমিক পর্যায়ে রয়েছে ও গ্রাহকদের হাতে তুলে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়। একটি কনসেপ্ট ফোন বাস্তবের রূপ নাও পেতে পারে। কিন্তু এর টেকনোলজি ভবিষ্যতে ব্যবহার হবে। আগামী দিনে 15,000 ব্যাটারির ফোন কেমন হতে পারে সেই ধারণাই দিয়েছে কোম্পানি। সবশেষে, একটা গুরুত্বপূর্ণ খবর দিই। রিয়েলমি কিন্তু আগামী বছর 10,000mAh ব্যাটারির কমার্শিয়াল ফোন বাজারে আবার পরিকল্পনা করছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  2. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  3. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  4. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  5. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  6. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
  7. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  8. Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন
  9. BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!
  10. Lava Bold N1 Lite: মাত্র 5,698 টাকায় বাজারে ঝড় তুলতে হাজির দুর্দান্ত ভারতীয় স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »