Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!

Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition রিয়েলমি ও লাক্সারি গাড়ি কোম্পানি অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিমের যৌথ উদ্যোগে তৈরি বিশেষ ফোন।

Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!

Photo Credit: Realme

Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition Has Modular Camera Housing

হাইলাইট
  • Realme GT 8 Pro Aston Martin F1 লিমিটেড এডিশনে সবুজ রঙ আছে
  • স্পেশাল এডিশনেও ইন্টারচেঞ্জেবল ব্যাক ক্যামেরা একক্লোজার রয়েছে
  • Realme GT 8 Pro নভেম্বরে ভারতে আসছে
বিজ্ঞাপন

Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition চোখ ধাঁধানো ডিজাইনের সঙ্গে চীনে লঞ্চ হওয়ার ঘোষণা হল। চলতি মাসে ভারতে ফোনটির রিলিজের আগেই এই স্পেশাল এডিশন মডেলের উপর থেকে পর্দা সরাচ্ছে চাইনিজ ব্র্যান্ডটি। এটি নভেম্বর 10 স্থানীয় সময় সকাল 10:00 টার সময় (ভারতীয় সময় সকাল 7.30) আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition আসলে রিয়েলমি ও লাক্সারি গাড়ি কোম্পানি অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিমের যৌথ উদ্যোগে তৈরি একটি বিশেষ স্মার্টফোন। এটি অ্যাস্টন মার্টিনের সিগনেচার সবুজ রঙের ফিনিশ এবং ব্যাক প্যানেলের মাঝখানে বিখ্যাত টু-উইং বা দুই ডানার লোগো দিয়ে সজ্জিত।

Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition ফিচার্স

রিয়েলমি জিটি 8 প্রো অ্যাস্টন মার্টিন এফ1 লিমিটেড এডিশনের বিশেষত্ব লুকিয়ে তার ডিজাইনে। স্পোর্টস কারের মতো প্রিমিয়াম লুকস ছাড়াও, ফোনটির ব্যাক প্যানেলের সোনালী রঙে "ফর্মুলা ওয়ান টিম" ব্র্যান্ডিং, কার্বন ফাইবার টেক্সচার, এবং এরোডায়নামিক ডুয়াল উইং কার্ভস আছে। ফোনটিতে কাস্টমাইজেশনের সুবিধা মিলবে।

সাধারণ সংস্করণের মতো স্পেশাল এডিশন মডেলেও ইন্টারচেঞ্জেবল ব্যাক ক্যামেরা একক্লোজার আছে। ফলে ক্যামেরা মডিউলের চারপাশের অংশটি পরিবর্তন করা যাবে। সংস্থা এখনও জানায়নি যে, এই মডেলটি ভারতে আসবে কিনা। তবে স্ট্যান্ডার্ড Realme GT 8 Pro নভেম্বর 20 ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। অ্যাস্টন মার্টিন এডিশনও একই সময়ে এ দেশে প্রকাশ হওয়ার আশা করা যায়।

Realme GT 8 Pro ফোনটির সামনে 6.79 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K (1,440x3,136 পিক্সেল) রেজোলিউশন, 7,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপ জোগায় শক্তিশালী 7,000mAh ব্যাটারি। এটি 120 ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে।

স্মার্টফোনটির পিছনের অংশে Ricoh GR-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বর্তমান। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ফোনটিতে 7,000 স্কোয়ার মিলিমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর আছে। চীনে Realme GT 8 Pro মডেলটির দাম 3,999 ইউয়ান (প্রায় 49,900 টাকা) থেকে শুরু হচ্ছে। জানিয়ে রাখি, গত বছর নভেম্বরে ভারতে লঞ্চ হওয়ার সময় Realme GT 7 Pro এর মূল্য 59,999 টাকা ছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ছবি উঠবে এমন ফোন কিনতে চান? 25,000 টাকা সস্তায় মিলছে এই স্মার্টফোন
  2. Realme আনছে তাদের সবথেকে সুন্দর ডিজাইনের ফোন, দেখলে মুগ্ধ হতে বাধ্য!
  3. Oppo Reno 15 সিরিজের তিনটি ফোন ডিসেম্বরে ভারতে আসছে, থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  4. Samsung Galaxy S26 সিরিজের লঞ্চ ডেট! 200MP ক্যামেরা সহ সেরা AI ফিচার্স থাকবে
  5. Realme C85 সিরিজ 7,000mAh ব্যাটারি ও 24 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্টের সঙ্গে লঞ্চ হল
  6. Vivo Y19s 5G ভারতে লঞ্চ হল 6,000mAh ব্যাটারির সঙ্গে, প্রায় 23 ঘন্টা ইউটিউব দেখা যাবে ফুল চার্জে
  7. Realme GT 8 Pro ফোনের আরও ফিচার ঘোষণা হল, 120W ফাস্ট চার্জিং এবং 2K ডিসপ্লের সঙ্গে ভারতে আসছে
  8. Huawei ইতিহাস সৃষ্টি করে বিশ্বের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা স্মার্টফোন আনছে
  9. OnePlus 15T বিশাল 7,000mAh ব্যাটারি, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ বাজার কাঁপাতে আসছে
  10. Realme GT 8 Pro এই তারিখে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »