Realme GT 8 Pro Features a Ricoh-backed camera system
Photo Credit: Realme
Realme GT 8 Pro ও Realme GT 8 Pro Dream Edition গত বৃস্পতিবার ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ অপেক্ষার অবসান ঘটিয়ে ফোনগুলির সেল শুরু হয়েছে। এটি 2025 সালের অন্যতম বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন বললে ভুল হবে না। স্মার্টফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত। Realme GT 8 Pro এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে Hyper Vision+ AI চিপ, 7,000mAh ব্যাটারি, Ricoh GR-টিউনড ক্যামেরা, IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, 2K রেজোলিউশন ডিসপ্লে, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি।
Realme GT 8 Pro Dream Edition স্ট্যান্ডার্ড মডেলের মতো একই বৈশিষ্ট্যের সঙ্গে এসেছে। তফাৎ বলতে, ড্রিম এডিশনের রঙ সবুজ এবং ব্যাক প্যানেলের মাঝখানে অ্যাস্টন মার্টিনের সিগনেচার টু-উইং (দুই ডানা) লোগো আছে। চলুন ফোনগুলির দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Realme GT 8 Pro এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ উপলব্ধ। আর 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 78,999 টাকা। Realme GT 8 Pro Dream Edition 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে যার দাম 79,999 টাকা। উভয় ফোনে 12 মাস নো-কস্ট EMI অপশন মিলছে।
লঞ্চ অফারের অংশ হিসেবে, ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে GT 8 Pro মডেলে 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 67,999 টাকা ও 73,999 টাকায় নেমে আসবে। ফোনটির সাথে গোল, চৌকো, ও রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা ডেকো বিনামূল্যে দেওয়া হবে। প্রতিটি মডিউলে ইউনিক ডিজাইন আছে। আপনি ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো বদলে নিতে পারবেন।
রিয়েলমি জিটি 8 প্রো এর সামনে 6.79 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যা 2K রেজোলিউশন (1,440 x 3,136 পিক্সেল),144 হার্টজ রিফ্রেশ রেট, ও 7,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে 120W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে৷
রিয়েলমির এই ফোন ফটোগ্রাফি বিভাগে বাজিমাত করেছে৷ এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.