Realme GT 8 Pro-এর সঙ্গে স্ট্যান্ডার্ড Realme GT 8 মডেল আসবে কিনা, তা জানা যায়নি।
Photo Credit: Realme
Realme GT 8 Pro Confirmed to Launch in India Next Month
Realme GT 8 Pro চীনের বাজার কাঁপিয়ে ভারতে আসছে। রিয়েলমি আজ ঘোষণা করেছে, প্রিমিয়াম স্মার্টফোনটি নভেম্বরে এ দেশে লঞ্চ হবে। তবে এর সঙ্গে স্ট্যান্ডার্ড Realme GT 8 মডেল আসবে কিনা, তা জানা যায়নি। সংস্থা লঞ্চের তারিখ এখনও প্রকাশ করেনি, তবে সূত্র আগামী মাসের মাঝামাঝি সময়টাকে ইঙ্গিত করছে। Realme GT 8 সিরিজ গত সপ্তাহে চীনে রিলিজ হয়েছে। লাইনআপের টপ মডেল হল Realme GT 8 Pro। এতে Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 7,000mAh ব্যাটারি, কাস্টমাইজেবল ক্যামেরা ডেকো, Ricoh GR ইমেজিং, ও দুর্ধর্ষ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে।
রিয়েলমি জিটি 8 প্রো মডেলের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ইতিমধ্যেই সংস্থার অনলাইন স্টোর ও Flipkart প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। ফলে ফোনটি উক্ত চ্যানেল দু'টির মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। রিয়েলমির তরফে জানানো হয়েছে, ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টে একই প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 থাকবে। এছাড়াও, এটি Ricoh GR-টিউনড ব্যাক ক্যামেরা এবং হাইপারভিশন AI চিপের সঙ্গে আসবে।
Realme GT 8 Pro-এর চীনা ভার্সনের সামনে 6.79 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যা 2K (1,440x3,136 পিক্সেল) রেজোলিউশন, 7,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, DC ডিমিং, HDR, ও ডলবি ভিশন সাপোর্ট করে। ফোনটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য, 120W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি বর্তমান।
ফটোগ্রাফি বিভাগে ফোনটির তুলনা হয় না। এতে 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, OIS সাপোর্ট যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
চীনে Realme GT 8 Pro একাধিক মেমোরি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 3,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা)। টপ 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম 5,199 ইউয়ান (প্রায় 64,000 টাকা) রাখা হয়েছে। উল্লেখ্য, Realme GT 7 Pro গত বছর নভেম্বর মাসেই ভারতে লঞ্চ হয়েছিল। তখন দাম শুরু হয়েছিল 59,999 টাকা থেকে। উত্তরসূরি মডেলটি কেমন দামে আসবে, সেটাই এখন দেখার বিষয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন