9,999 টাকায় পাওয়া যাবে Realme U1
দোলের আগে 'Holi Days' সেল নিয়ে হাজির হল Realme। 13 থেহে 15 মার্চ পর্যন্ত এই সেল চলবে। সস্তা হয়েছে Realme 2 Pro আর Realme U1। 1,000 টাকা সস্তা হয়েছে এই দুটি স্মার্টফোন।
Realme 2 Pro ফোনের সব ভেরিয়েন্টে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম কমে হয়েছে 11,990 টাকা। Realme U1 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে।
রোজ দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলে মাত্র 1 টাকায় Realme ব্যাকপ্যাক পাওয়া যাবে। 13 ও 14 তারিখে ফ্ল্যাশ সেলে প্রথম 50 জন গ্রাহক এই অফারে অংশ নিতে পারবে।
সম্প্রতি লঞ্চ হয়েছে Realme 3। এই ফোনে থাকছে MediaTek Helio P70 চিপসেট। 8,999 টাকা থেকে Realme 3 এর দাম শুরু হচ্ছে। Realme 3 লঞ্চ ইভেন্টে কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন এপ্রিল মাসে ভারতে আসবে Realme 3 Pro। Redmi Note 7 Pro কে টেক্কা দিতে এই ফোনে থাকছে 48 মেগাপিক্সেল সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.