Realme Narzo 10-এর দাম 11,999 টাকা। 18 মে এই ফোন বিক্রি শুরু হবে। অন্যদিকে Narzo 10A’র দাম 8.499 টাকা। 22 মে এই ফোন বিক্রি শুরু করবে Realme।
Realme Narzo 10-এ রয়েছে MediaTek Helio G80 চিপসেট
ভারতে লঞ্চ হল Realme Narzo 10 ও Narzo 10A। মার্চে মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। ভারতে সেই ফোনের নাম বদলে লঞ্চ হল Realme Narzo 10। অন্যদিকে ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। সেই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হয়েছে Narzo 10A। ভারতে Flipkart ও Realme.com থেকে এই দুই ফোন পাওয়া যাবে।
Realme Narzo 10-এর দাম 11,999 টাকা। 18 মে এই ফোন বিক্রি শুরু হবে। অন্যদিকে Narzo 10A'র দাম 8.499 টাকা। 22 মে এই ফোন বিক্রি শুরু করবে Realme।
ডুয়াল সিম Realme Narzo 10-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G80 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Realme Narzo 10-এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। Realme Narzo 10-এর ওজন 199 গ্রাম।
ডুয়াল সিম Realme Narzo 10A-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G70 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Realme Narzo 10A'র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000mAh ব্যাটারি. Realme Narzo 10A-এর ওজন 195 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hogwarts Legacy Has Sold 40 Million Copies, Warner Bros. Games Announces
Infinix Xpad Edge Launched With 13.2-Inch Display, 8,000mAh Battery: Price, Specifications