Realme Narzo 80 Lite 4G ভারতে 6,599 টাকায় লঞ্চ হল, 6,300mah ব্যাটারি ও 8GB র‍্যাম রয়েছে

Realme Narzo 80 Lite 4G এর পিছনে সিগনেচার এলিগ্যান্ট পালস লাইট রয়েছে।

Realme Narzo 80 Lite 4G ভারতে 6,599 টাকায় লঞ্চ হল, 6,300mah ব্যাটারি ও 8GB র‍্যাম রয়েছে

Photo Credit: Realme

Realme Narzo 80 Lite 4G অবসিডিয়ান ব্ল্যাক এবং বিচ গোল্ড রঙে উপলব্ধ

হাইলাইট
  • Realme Narzo 80 Lite 4G এর সাথে 700 টাকার ডিসকাউন্ট ভাউচার আছে
  • ফোনটি 6,300mAh ব্যাটারির সাথে এসেছে
  • Narzo 80 Lite 4G এর র‍্যাম 16 জিবি পর্যন্ত বাড়ানো যায়
বিজ্ঞাপন

Realme Narzo 80 Lite 4G বুধবার ভারতে লঞ্চ হল। এটি জুনে ভারতে লঞ্চ হওয়া Realme Narzo 80 Lite 5G-এর 4G ভেরিয়েন্ট হিসেবে বাজারে এসেছে। দাম একদম হাতের নাগালে রাখা হয়েছে। নতুন ফোনটিতে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি এবং আর্মার শেল প্রোটেকশন রয়েছে। হ্যান্ডসেটটিতে IP54 রেটিংও আছে যা একে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখবে। Realme Narzo 80 Lite 4G সেরা দেখতে বাজেট-ফ্রেন্ডলি ফোনগুলির মধ্যে অন্যতম বললে ভুল হবে না। পিছনে সিগনেচার এলিগ্যান্ট পালস লাইট রয়েছে, যার মধ্যে পাঁচটি কাস্টমাইজেবল গ্লোয়িং মোড বর্তমান। এটি 7.94 মিমি স্লিম এবং 6,300mAh ব্যাটারির সঙ্গে এসেছে।

ভারতে Realme Narzo 80 Lite 4G এর দাম

ভারতে Realme Narzo 80 Lite 4G এর 4 জিবি + 64 জিবি স্টোরেজের দাম 7,299 টাকা। এবং 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,299 টাকায় পাওয়া যাবে। এটি অবসিডিয়ান ব্ল্যাক এবং বিচ গোল্ড রঙে উপলব্ধ। স্মার্টফোনটির ফ্ল্যাশ সেল Amazon এবং রিয়েলমির ওয়েবসাইটে জুলাই 28 দুপুর 12টা থেকে শুরু। আর প্রথম সেল জুলাই 31 তারিখে। ফোনটি কেনার সময় ক্রেতারা 700 টাকার ভাউচার পাবেন, যা Realme Narzo 80 Lite 4G এর দাম যথাক্রমে 6,599 টাকা এবং 7,599 টাকায় নামিয়ে আনবে।

Realme Narzo 80 Lite 4G স্পেসিফিকেশন, ফিচার্স

Realme Narzo 80 Lite 4G বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমর্থিত বৈশিষ্ট্য পেয়েছে, যার মধ্যে এআই বুস্ট, এআই কল নয়েজ রিডাকশন 2.0 এবং স্মার্ট টাচ উল্লেখযোগ্য। ফোনটির সামনে 6.74 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে যার রেজোলিউশন HD+ (720 x 1600 পিক্সেল), রিফ্রেশ রেট 90 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ এবং পিক ব্রাইটনেস 563 নিট। রিয়েলমির দাবি, নতুন ফোনটির স্ক্রিন-টু-বডি অনুপাত 90.4 শতাংশ  এবং ডিসপ্লে প্যানেলটি NTSC কালার গ্যামুটের 83.5 শতাংশ পর্যন্ত কভারেজ সাপোর্ট করে।

রিয়েলমি নার্জো 80 লাইট 4G মডেলে Android 15 ভিত্তিক Realme UI 6.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড রয়েছে। এতে ডুয়েল সিম (ন্যানো + ন্যানো) ব্যবহার করা যাবে। কোম্পানি ফোনটিতে অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে, যার পিক ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। সঙ্গে গ্রাফিক্সের জন্য Mali G57 MP1 GPU বর্তমান। রিয়েলমি দাবি করেছে, র‍্যাম 16 জিবি (8 জিবি ফিজিক্যাল + 8 জিবি ভার্চুয়াল) পর্যন্ত বাড়ানো যাবে।

Narzo 80 Lite 4G এর 6,300mAh ব্যাটারি 15W ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়াও, 5W রিভার্স চার্জিং বৈশিষ্ট্য রয়েছে। কোম্পানি বলেছে, ব্যাটারি একবার চার্জে 20.7 ঘন্টা পর্যন্ত ইউটিউব প্লেব্যাক টাইম অফার করবে। হ্যান্ডসেটটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং ফ্রেম অ্যাপারচার f/2.2। সেকেন্ডারি সেন্সর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনে 5 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »