Photo Credit: Realme
পরের বছর ভারতে Realme Narzo 80 Ultra লঞ্চ করা হতে পারে। একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে,এই প্রথম আসন্ন স্মার্টফোনটি Narzo-সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে আলট্রা-ব্র্যান্ডেড মডেল হিসেবে আসতে চলেছ। ইতিমধ্যে হ্যান্ডসেটটির বিভিন্ন তথ্য যেমন এটির লঞ্চের সময়সীমা এবং স্টোরেজ ক্যাপাসিটির বিবরণ ফাঁস হয়ে গিয়েছে। বেশ কিছু সপ্তাহ ধরে বলা হচ্ছে যে ভারতে খুব শীঘ্রই একটি Realme Narzo 70 Curve-হ্যান্ডসেটও লঞ্চ হতে পারে। এই চীনের নির্মাতারা ভারতে আগামী বুধবার Realme 14X লঞ্চ করতে প্রস্তুত।
91Mobiles এক অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃতি করে একটি রিপোর্টে জানিয়েছে যে, একটি স্মার্টফোন, যেটির মডেল নম্বর RMX5033, মনে করা হচ্ছে এটি Realme Narzo 80 Ultra হিসেবে ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। এটিও বলা হয়েছে যে এদেশের বাজারে কোম্পানির পক্ষ থেকে এটি সর্বপ্রথম ‘Narzo Ultra'-মডেল হিসেবে 2025 সালের জানুয়ারি মাসের শেষের দিকে লঞ্চ করা হবে।
ফাঁস হওয়া তালিকা অনুযায়ী, আশা করা হচ্ছে Narzo সিরিজের Realme Narzo 80 Ultra-হ্যান্ডসেটটি সবচেয়ে শক্তিশালী মডেল হবে। রিপোর্টে আরো বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি নিশ্চিতভাবে ‘হোয়াইট গোল্ড' রঙের বিকল্পে উপলব্ধ হবে। এটিতে 8জিবি RAM এবং 128 জিবি অন্তর্নির্মিত স্টোরেজ যুক্ত করা হবে। কিন্তু এর পাশাপাশি অন্যান্য RAM ও স্টোরেজ কনফিগারেশনের সাথেও এটিকে গ্রাহকদের কাছে উপলব্ধ করা হতে পারে।
আবার অন্য একটি রিপোর্টে বলা হয়েছে যে, RMX5030-মডেল নম্বরের সাথে একটি হ্যান্ডসেট,আনুমানিকভাবে এটি-Realme P3 Ultra, যাকে 2025 সালের জানুয়ারি মাসের শেষের দিকে ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। সম্ভবত এটিতে 12জিবি RAM এবং 256জিবি অনবোর্ড স্টোরেজ অন্তর্ভুক্ত করা হবে।
কোম্পানি ভারতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে Realme P2 Pro-5g লঞ্চ করেছে, যেটির 8জিবি+128জিবি বিকল্পের সাথে দাম ছিল মাত্র 21,999 টাকা।
এর আগে এটিও বলা হয়েছে যে,‘RMX3990' মডেল নম্বরের সাথে Realme Narzo 70 Curve-ডিসেম্বরের শেষের দিকে ভারতের বাজারে আসতে পারে। কিন্তু কোম্পানি এখনও পর্যন্ত আলোচিত স্মার্টফোনটি লঞ্চের পরিকল্পনার বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে যতদূর সম্ভব কোম্পানি এটিকে 2025সালেই লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন