ফ্লিপকার্টে ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে Vivo T4 Ultra প্রায় 5,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে।
Photo Credit: Vivo
Vivo T4 Ultra is available with no cost EMI options on Flipkart
Vivo T4 Ultra স্মার্টফোনের দাম কমল। এটি সরাসরি 2,000 টাকা সস্তায় ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। আবার ব্যাঙ্ক অফার ধরে ছাড়ের অঙ্ক পৌঁছে যাবে প্রায় 5,000 টাকায়। যদি ক্যামেরা ও প্রসেসর অগ্রাধিকার হয়, তাহলে ভিভোর এই ফোন দুর্দান্ত অপশন। ডিভাইসটি নো-কস্ট ইএমআই অপশনের সাথেও পাওয়া যাচ্ছে। মাসিক কিস্তিতে নিলেও ডিসকাউন্ট মিলবে। Vivo T4 Ultra ফ্ল্যাগশিপ স্তরের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে এসেছে, যা 100x হাইপারজুম অফার করে। ফোনে হাই-এন্ড MediaTek Dimensity 9300+ প্রসেসর আছে। এটি AntuTu বেঞ্চমার্কে 2 মিলিয়নের বেশি স্কোর করেছে। যার ফলে পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগ থাকবে না।
Vivo T4 Ultra ভারতে গত বছর জুনে লঞ্চ হয়েছিল। তখন বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল 37,999 টাকা। অন্য দিকে, 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 39,999 টাকা ও 41,999 টাকা। বর্তমানে ফ্লিপকার্টে ফোনের প্রতিটি স্টোরেজের দাম 2,000 টাকা কমেছে। অর্থাৎ, ফোনটির নতুন দাম যথাক্রমে 35,999 টাকা, 37,999, ও 39,999 টাকা।
ফ্লিপকার্ট অ্যাক্সিস কিংবা ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে কিনলে (নন-EMI) টপ ভ্যারিয়েন্টে 2,950 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অ্যাক্সিস এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অফার আছে। বেস মডেলে 6 মাসের প্ল্যান নিলে প্রতি মাসে 5,831 টাকা খরচ হবে। ক্রেতারা পাবে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। হ্যান্ডসেটটি মেটিওর গ্রে ও ফিনিক্স গোল্ড রঙে পাওয়া যাচ্ছে।
ভিভো টি4 আল্ট্রা এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony IMX921), 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এবং 3x অপটিক্যাল জুম, 10x টেলিফটো ম্যাক্রো জুম, ও 100x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা রয়েছে।
ভিভোর এই স্মার্টফোনে 6.67 ইঞ্চির কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন, (1,260 x 2,800 পিক্সেল) 120 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,500mAh ব্যাটারি। এর সাথে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন