Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max চীনে ফ্ল্যাগশিপ MediaTek Dimensity চিপসেটের সাথে লঞ্চ হয়েছে।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 Max features a 9,000mAh battery
Redmi Turbo 5 সিরিজ আজ চীনে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Redmi Turbo 5 এবং Redmi Turbo 5 Max বাজারে এসেছে। শুনলে অবাক হবেন, Redmi Turbo 5 Max মডেলে 9,000mAh ব্যাটারি আছে। বর্তমানে শাওমি গোষ্ঠীর (রেডমি + পোকো) যত ফোন বিক্রি হয়, তাদের মধ্যে নতুন সিরিজে সবথেকে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড Redmi Turbo 5 ফোনেও পাওয়ারফুল 7,560mAh ব্যাটারি বর্তমান। রেডমির দুই নতুন ফোনের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, 16 জিবি পর্যন্ত র্যাম, NFC, ডলবি ভিশন ডিসপ্লে, IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 27W রিভার্স চার্জিং, ফ্ল্যাগশিপ প্রসেসর, ইত্যাদি।
রেডমি টার্বো 5 একটি 6.59 ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে, যেখানে টার্বো 5 ম্যাক্স এর ডিসপ্লের দৈর্ঘ্য 6.83 ইঞ্চি। উভয় ফোনে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, DC ডিমিং, এবং 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনগুলি 12 জিবি + 16 জিবি র্যাম ও 256 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।
Redmi Turbo 5 সিরিজ ডুয়াল ক্যামেরা অফার করে। বেস মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX882) এবং f/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। Turbo 5 Max ভ্যারিয়েন্টে একই ক্যামেরা সেটআপ আছে। তবে মেইন ক্যামেরায় Light Fusion 600 সেন্সর দিয়েছে কোম্পানি।
ফোনদ্বয়ের ব্যাক ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। উভয় স্মার্টফোনের সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। দুইটি হ্যান্ডসেটেই IP66 + IP68 + IP69 + IP69 ওয়াটার রেজিস্ট্যান্স ক্ষমতা আছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড করা হয়েছে।
Redmi Turbo 5 Max রান করে Dimensity 9500s চিপসেটে। অন্য দিকে, Turbo 5 মডেলে Dimensity 8500 Ultra প্রসেসর আছে। চীনে এই ফোনের বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ 2,299 ইউয়ানে (প্রায় 30,000 টাকা) লঞ্চ হয়েছে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম একই, যা হল 2,599 ইউয়ান (প্রায় 34,000 টাকা)।
ফোনের টপ 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজে ভার্সনের মূল্য 2,899 ইউয়ান (প্রায় 38,000 টাকা)। অন্য দিকে, Redmi Turbo 5 Max এর দাম 2,499 ইউয়ান (প্রায় 33,000 টাকা) থেকে শুরু হয়ে 3,299 ইউয়ান (প্রায় 44,000 টাকা) পর্যন্ত গিয়েছে। ফোনগুলি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন