Realme Narzo 90 5G and Narzo 90x 5G will be available in two colourways in India
Realme Narzo 90 5G ও Realme Narzo 90x 5G ভারতে ডিসেম্বর 16 আসতে চলেছে। কিন্তু অফিসিয়াল লঞ্চের কয়েকদিন বাকি থাকতেই ফোনগুলির দাম ফাঁস হয়েছে। উভয় স্মার্টফোন অ্যামাজনের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। সংস্থা Realme Narzo 70 লাইনআপের বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করতে শুরু করেছে। ফোনগুলি 7,000mAh টাইটান ব্যাটারি এবং 60W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে। স্ট্যান্ডার্ড মডেলে IP66, IP68, এবং IP69 স্তরের জল ও ধুলোরোধী রেটিং থাকবে। অফার অর্ন্তভুক্ত করে এই সিরিজ 15,000 টাকার কমে কেনা যাবে বলে খবর সামনে এসেছে।
টেক ব্লগার পারস গুগলানি তাঁর X অ্যাকাউন্ট থেকে Narzo 90 সিরিজের দুই ফোনের দাম ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, Realme Narzo 90x 5G-এর দাম 14,999 টাকা থেকে শুরু হবে। অন্য দিকে, Realme Narzo 90 5G কিনতে ভারতে 17,999 টাকা খরচ হবে। এই দামে ব্যাংক অফার ও ডিসকাউন্ট যুক্ত থাকবে বলে জানানো হয়েছে। যার অর্থ হল আসল দাম বেশি হতে পারে।
রিয়েলমি নারজো 90 সিরিজের জন্য তৈরি অ্যামাজনের একটি মাইক্রোসাইট থেকে স্মার্টফোনগুলির বিভিন্ন তথ্য প্রকাশ হয়েছে। পূর্বে ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পিড, ক্যামেরা কনফিগারেশন, এবং ডিসপ্লে ফিচার্স সম্পর্কে জানা গিয়েছিল। আর এখন কালার অপশন প্রকাশিত হয়েছে। রিয়েলমি নারজো 50 5G ভিকট্রি গোল্ড এবং কার্বন ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। নারজো 50এক্স 5G নাইট্রো ব্লু ও ফ্ল্যাশ ব্লু কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
Narzo 90 5G-এর ডিসপ্লে 4,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। Narzo 90x 5G মডেলটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,200 নিট ব্রাইটনেস-যুক্ত ডিসপ্লের সঙ্গে আসছে। উভয় মডেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে। ফোনগুলিতে এআই এডিট জেনি, এআই এডিটর, এআই ইরেজার, এবং এআই আল্ট্রা ক্লারিটির মতো AI টুলস মিলবে।
প্রসঙ্গত, Realme 16 Pro সিরিজ 2026 সালের শুরুতে ভারতে আসছে। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যেই Realme 16 Pro+ 5G-এর লিস্টিং লাইভ হয়েছে। এতে তিনটি ব্যাক ক্যামেরা থাকবে৷ ফোনটি Snapdragon চিপসেটে চলবে। সংস্থার দাবি, চিপটি প্রতিদ্বন্দ্বী ফোনগুলিতে ব্যবহৃত Snapdragon 7 Gen 4-এর থেকেও শক্তিশালী। এমনকি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ওই প্রসেসরের তুলনায় বেশি স্কোর করেছে।।
ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি কেমন হবে, তা এখনও প্রকাশ হয়নি। তবে কোম্পানির দাবি করছে, ব্যাটারি ফুল চার্জে সর্বোচ্চ 9.3 ঘন্টা গেমিং, 20.8 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোলিং, 21 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, ও স্পটিফাই-তে 125 ঘন্টা মিউজিক চালানোর জন্য ব্যাকআপ সরবরাহ করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.