ভারতের বাজারে Realme-কোম্পানি নিয়ে এসেছে দুটি আকর্ষনীয় হ্যান্ডসেট-Realme P3 Pro 5G এবং Realme P3x 5G

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 ফেব্রুয়ারি 2025 11:15 IST
হাইলাইট
  • Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে 120Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.83 ইঞ্চ
  • Realme P3X 5G-ফোনটি MediaTek Dimensity 6400 SoC-দ্বারা চালিত
  • Realme P3 Pro 5G-ফোনটিতে 256-জিবি স্টোরেজ যুক্তকরা হয়েছে

Realme P3 Pro 5G গ্যালাক্সি পার্পেল (ছবিতে), নেবুলা গ্লো এবং স্যাটার্ন ব্রাউনে উপলব্ধ

Photo Credit: Realme

বিগত সোমবার ভারতে Realme P3 Pro 5G-ফোনটি, Realme P3x 5G-ফোনটির সাথে কোম্পানির মধ্যম রেঞ্জের P-সিরিজের স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। স্মার্টফোনগুলো 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ একটি 6000mAh ব্যাটারী দ্বারা সজ্জিত হয়ে এসেছে। Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটি Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত যেখানে, Realme P3x 5G-ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া MediaTek Dimensity 6400 SoC-দ্বারা চালিত। উভয় মডেলই Android 15-এর সাথে কোম্পানির Realme UI 6.0 ইউজার ইন্টারফেসের মাধ্যমে চলে।

ভারতে Realme P3 Pro 5G এবং Realme P3x 5G-এর দাম:

ভারতে Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটির 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজের বেসমডেলটির দাম 23,999টাকা। এছাড়াও হ্যান্ডসেটটির 8জিবি+256জিবি এবং 12জিবি+256জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 24,999টাকা এবং 26,999টাকা।এটি গ্যালাক্সী-পার্পল, নেবুলা-গ্লো এবং স্যাটার্ন-ব্রাউন রঙের সাথে ফেব্রুয়ারির 25-তারিখ থেকে কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে।

অন্যদিকে Realme P3x 5G-এর 6জিবি+128জিবি, 8জিবি+128জিবি বিকল্পগুলির দাম যথাক্রমে 13,999টাকা এবং 14,999টাকা।দেশের বাজারে এটিকে 28সে ফেব্রুয়ারী থেকে কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লীপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। ফোনটি লুনার-সিলভার, মিডনাইট-ব্লু এবং স্টেলার পিঙ্ক এই তিন রঙের বিকল্পে পাওয়া যাবে।

গ্রাহকরা উপযুক্ত ব্যাংকের কার্ডের মাধ্যমে Realme P3 Pro 5G এবং Realme P3x 5G-ফোনগুলি কিনলে যথাক্রমে 2000 টাকা এবং 1000-টাকার ছাড় পাবে।

Realme P3 Pro 5G এবং Realme P3X 5G-এর স্পেসিফিকেশন:

ডুয়াল সিম সমৃদ্ধ আলোচিত উভয় হ্যান্ডসেটই Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত। Realme P3 Pro 5G-ফোনটি Snapdragon 7s Gen 3-চিপসেট দ্বারা সজ্জিত এবং এটিতে 12জিবি RAM আছে।অন্যদিকে Realme P3x 5G-ফোনটি Dimensity 6400 চিপ এবং 8জিবি RAM পেয়েছে।

কোম্পানি Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে একটি 6.83 ইঞ্চির 1.5K(1472×2800 পিক্সেল)কোয়াড কার্ভড AMOLED স্ক্রিন আছে,যেটির রিফ্রেশরেট 120Hz এবং পিক্সেল-ডেন্সিটি 450ppi। অন্যদিকে Realme P3x 5G-ফোনটিতে 120Hz রিফ্রেশরেটের সাথে একটি 6.7-ইঞ্চির Full-HD+(1080×2400 পিক্সেল)LCD স্ক্রিন আছে।

ক্যামেরা এবং ভিডিওর ক্ষেত্রে P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে OIS এবং Sony IMX896 সেন্সরের সাথে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে।ফোনটির সামনে একটি Sony IMX480 সেন্সরের সাথে একটি 16-মেগাপিক্সেলের ক্যামেরা আছে। অন্যদিকে P3x 5G-ফোনটি একইভাবে একটি f/1.8 অ্যাপারচারের সাথে একটি 50-মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা সজ্জিত। উভয় ফোনের পিছনের একটি অজানা 2-মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে।

Realme P3 Pro 5G(UFS 2.2) এবং P3x 5G(eMMC 5.1) ফোনগুলিতে যথাক্রমে 256-জিবি ও 128-জিবি পর্যন্ত স্টোরেজ নির্মাণ করা হয়েছে।এছাড়াও হ্যান্ডসেটগুলোতে 5G,4G LTE, Wi-Fi,ব্লুটুথ এবং GPS,USB Type-C-পোর্ট যুক্ত করা হয়েছে।

Advertisement

উপরোক্ত দুই হ্যান্ডসেটেই 80W এবং 45W-তারযুক্ত 6000mAh ব্যাটারী দ্বারা চালিত।হ্যান্ডসেটগুলিতে মিলিটারি গ্রেডের শক প্রতিরোধ এবং ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য IP68+IP69 রেটিংগুলি দেওয়া হয়েছে।

Realme P3 Pro 5G-হ্যান্ডসেটটিতে AI-বেস্ট-ফেস, AI Erase 2.0, AI Motion Deblur এবং AI Reflection রিমুভারের মত কিছু AI-ফিচারগুলি যুক্ত করেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16 5G হাজির 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সাথে, ফোনের পিছনে রয়েছে আয়না
  2. Apple: আয়ে নতুন রেকর্ড, ভারত এখন অ্যাপলের গ্রোথ ইঞ্জিন, লাফিয়ে বাড়ছে আইফোন ইউজারের সংখ্যা
  3. Moto G67 ও Moto G77 স্মার্টফোন 108MP ক্যামেরা এবং Dolby সাউন্ডের সাথে লঞ্চ হল
  4. 9,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সাথে Redmi Turbo 5 ও Turbo 5 Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল
  5. Airtel গ্রাহকরা পাচ্ছে 4,000 টাকার ফ্রি গিফ্ট, এক বছর পুরো বিনামূল্যে Adobe Express Premium
  6. 6,000mAh ব্যাটারি নিয়ে Samsung-এর সস্তা 5G ফোন ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  7. Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
  8. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
  9. Vivo Y31d: ভিভো আনল 7,200mAh ব্যাটারির শক্তিশালী ওয়াটারপ্রুফ ফোন, গেম খেললেও গরম হবে না
  10. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.