5,000 টাকা ছাড় 7,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Realme 5G ফোনে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 27 অগাস্ট 2025 14:45 IST
হাইলাইট
  • Realme P4 Pro 5G-তে ডুয়াল চিপ ও 7,000mAh ব্যাটারি রয়েছে
  • স্মার্টফোনটির সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • তাপ অপসারণ করার জন্য 12,561 বর্গমিমি VC কুলিং সিস্টেম আছে

Realme P4 Pro 5G এর অন্যতম আকর্ষণ Hyper Vision AI চিপ

Photo Credit: Realme

Realme P4 Pro 5G এক সপ্তাহ আগে Realme P4 5G এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। স্ট্যান্ডার্ড মডেলের বিক্রি সোমবার থেকে শুরু হয়েছে৷ আর আজ থেকে এ দেশে Pro ভেরিয়েন্টের সেল শুরু হল। এটি তার সেগমেন্টে  একমাত্র স্মার্টফোন যা ডুয়াল চিপ অফার করে। এতে Snapdragon 7 Gen 4 প্রসেসরের সঙ্গে Hyper Vision AI চিপ রয়েছে। ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 144 হার্টজ ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 12,561 বর্গ মিমি ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম, বাইপাস চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 + IP66 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। প্রথম সেলে Realme P4 Pro 5G ফোনটি 5,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ থাকছে।

ভারতে Realme P4 5G এর দাম ও অফার

Realme P4 Pro 5G ভারতে 24,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। অন্যদিকে, 8 জিবি + 256 জিবি ও 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 28,999 টাকা। হ্যান্ডসেটটি বার্চ উড, ডার্ক ওক উড, ও মিডনাইট আইভি কালার অপশনে উপলব্ধ। রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, নির্বাচিত কার্ডে 3,000 টাকার ব্যাংক অফার ও 2,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দাম 19,999 টাকায় নেমে আসবে। এছাড়াও, 8,333 টাকায় 3 মাসের জন্য নো-কস্ট EMI প্ল্যান অফার করছে কোম্পানি।

Photo Credit: Realme

Realme P4 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স ও দাম

Realme P4 Pro 5G এর সামনে 6.8 ইঞ্চি হাইপারগ্লো কার্ভড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 1,280 x 2,800 পিক্সেল রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.7 বিলিয়ন কালার, 100 শতাংশ DCI-P3, HDR 10+, নেটফ্লিক্স এইচডিআর, 4608 হার্টজ পালস-উইথ মড্যুলেশন (PWM) ডিমিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি 7,000mAh ব্যাটারি সহ এসেছে যা 80W ফাস্ট চার্জিং অফার করে। সঙ্গে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট বর্তমান।

রিয়েলমি পি4 প্রো 5G-তে স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর ও একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ ব্যবহার করা হয়েছে। ডুয়াল চিপ এর রেজোলিউশন ও ফ্রেম রেটে 300 শতাংশ পর্যন্ত ইমপ্রুভমেন্ট এনেছে বলে দাবি করেছে রিয়েলমি। ফোনটি 12 জিবি LPDDR4X র‍্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 26 জিবি (12 জিবি + 14 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে। Android 16 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যার ইনস্টল করা আছে। এটি তিনটি অ্যান্ড্রয়েড OS আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে।

Realme P4 Pro 5G এর পিছনে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX896 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে একটি 50 মেগাপিক্সেল (f/2.4) সেলফি ক্যামেরা মিলবে। উভয় ক্যামেরা 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। ফোনটিতে AI ল্যান্ডস্কেপ, AI স্ন্যাপ মোড, AI পার্টি মোড এবং AI টেক্সট স্ক্যানার সহ বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টুলস উপলব্ধ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  2. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  3. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  4. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  5. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  6. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  7. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
  8. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  9. Flipkart Diwali Sale: ফ্লিপকার্টে শুরু হচ্ছে দিওয়ালি সেল, মিলবে বিরাট ছাড়, এখনই উইশলিস্ট করুন
  10. BSNL আনল বিশেষ সুবিধা, এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই ফ্রি-তে কল করা যাবে!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.