Realme P4 সিরিজে ফ্লিপকার্টে বিক্রি হবে
Photo Credit: Realme
Realme P4 সিরিজ ঠিক এক সপ্তাহ পরেই ভারতে আসছে। এই সিরিজের অধীনে Realme P4 এবং Realme P4 Pro আগামী আগস্ট 20 লঞ্চ হবে ও Flipkart এর মাধ্যমে পাওয়া যাবে। সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্মটির একটি মাইক্রোসাইট Realme P4 সিরিজের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছিল। আর এখন, চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের আসন্ন স্মার্টফোন দু'টির সম্পর্কে আরও ফিচার্স প্রকাশ করেছে। রিয়েলমির নয়া সিরিজের অন্যতম আকর্ষণ হবে Hyper Vision AI চিপ ও 7,000mAh ব্যাটারি। উভয় মডেলেই তিনটি অ্যান্ড্রয়েড OS আপগ্রেড ও চার বছরে ধরে নিয়মিত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
কোম্পানি জানিয়েছে, স্ট্যান্ডার্ড Realme P4 5G ফোনে 6.77-ইঞ্চি হাইপারগ্লো অ্যামোলেড ডিসপ্লে থাকবে যার রেজোলিউশন FHD+ ও রিফ্রেশ রেট 144 হার্টজ। এটি HDR10+ এবং পরিস্থিতি অনুসারে 4,500 নিট পর্যন্ত সর্বাধিক ব্রাইটনেস অফার করবে। স্ক্রিনটি 3,840Hz পালস-উইথ মড্যুলেশন (PWM) ডিমিং, হার্ডওয়্যার স্তরের ব্লু লাইট এবং ফ্লিকার রিডাকশনও সমর্থন করবে। এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra 5G প্রসেসর এবং একটি ডেডিকেটেড Pixelworks চিপ থাকবে।
Realme P4 5G ফোনটিতে 7,000mAh টাইটান ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি দাবি করেছে, হ্যান্ডসেটটি ফুল চার্জে 11 ঘন্টা পর্যন্ত ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BGMI) গেম খেলতে দেবে। সংস্থা আরও জানিয়েছে, এটি 25 মিনিটে প্রায় 50 শতাংশ চার্জ করতে পারবে। এতে রিভার্স চার্জিং, AI স্মার্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট মিলবে। ফোন ঠান্ডা রাখার জন্য 7,000 বর্গমিমি এয়ারফ্লো ভিসি কুলিং সিস্টেমও থাকবে।
অন্যদিকে, Realme P4 Pro 5G মডেলটির হাইপারগ্লো অ্যামোলেড 4D কার্ভ + ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস, HDR10+ পিকচার কোয়ালিটি, এবং 4,320 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি ডিমিং সমর্থন করে। চোখ সুরক্ষিত রাখার জন্য স্ক্রিনে TÜV Rheinland সার্টিফিকেশন আছে। ফোনটিতে থাকবে Snapdragon 7 Gen 4 চিপসেট এবং HyperVision AI GPU। কোম্পানির দাবি, ফোনটি 7.68 মিমি পুরু হবে।
স্ট্যান্ডার্ড মডেলের মতো, Realme P4 Pro 5G-তেও 7,000mAh ব্যাটারি থাকবে যা 80W চার্জিং সাপোর্ট করবে। আবার ফোনটি 10W রিভার্স চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে। রিয়েলমি দাবি করেছে, এটি 90FPS সেটিংয়ে আট ঘন্টারও বেশি সময় ধরে BGMI গেমপ্লে অফার করবে। এতে স্ট্যান্ডার্ড Realme P4 5G এর মতো কুলিং সিস্টেম থাকবে।
রিয়েলমির প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান ফ্রান্সিস ওং বলেছেন, Realme P4 সিরিজের দাম 30,000 টাকার নিচে হবে। এটি তাদের লেটেস্ট ফোনগুলির মতো শুধু Flipkart-এর মতো অনলাইন চ্যানেলের মাধ্যমে দেশে পাওয়া যাবে। পূর্বসূরী Realme P3 5G সিরিজে বেস P3 5G, Pro 5G ও P3 Ultra 5G লঞ্চ হয়েছিল। কিন্তু এবার Realme P4 সিরিজ থেকে Ultra মডেল বাদ দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.