Realme P4 সিরিজে ডেডিকেটেড AI চিপ থাকবে
Photo Credit: Realme
Realme P4 সিরিজ এই মাসে ভারতে আসছে। Realme P4 এবং P4 Pro ফোন দু'টির লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি, স্পেসিফিকেশন এবং দামের রেঞ্জ প্রকাশ করেছে। কোম্পানির একজন আধিকারিক বলেছেন, Realme P4 লাইনআপ তিনটি মেজর অ্যান্ড্রয়েড OS আপডেট পাবে। পূর্বসূরী Realme P3 5G সিরিজে বেস P3 5G, Pro 5G ও P3 Ultra 5G মডেলের তিনটি ফোন এসেছিল। কিন্তু কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে Realme P4 সিরিজে কেবল দুটি হ্যান্ডসেট থাকতে পারে। উল্লেখ্য, Realme 15 সিরিজ একঝাঁক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে গত মাসে ভারতে লঞ্চ হয়েছে।
Realme-এর প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান ফ্রান্সিস ওং তাঁর X (সাবেক টুইটারে) প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, Realme P4 সিরিজ আগস্ট 20 ভারতে লঞ্চ হবে। সংস্থাটির লেটেস্ট ফোনগুলির মতো শুধুমাত্র Flipkart-এর মতো অনলাইন চ্যানেলের মাধ্যমে দেশে পাওয়া যাবে। এটি ই-কমার্স প্ল্যাটফর্মটিতে Vivo এবং Motorola-এর মতো ব্র্যান্ডের হ্যান্ডসেটের সাথে প্রতিযোগিতা করবে বলে মনে করছেন তিনি।
ফ্রান্সিস বলেছেন, ভারতে Realme P4 সিরিজের দাম 30,000 টাকার নিচে থাকবে। তিনি Realme P4 Pro ও Realme P4 মডেল দু'টিতে তিনটি প্রধান অ্যান্ড্রয়েড OS আপগ্রেড ও চার বছরের নিয়মিত সিকিউরিটি আপডেট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। জানিয়ে রাখি, বিদ্যমান Realme P3 , Realme P3 Pro 5G এবং Realme P3 Ultra-এর ক্ষেত্রেও একই সফটওয়্যার পলিসি অনুসরণ করা হয়েছে।
Realme P4 সিরিজে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট এবং একটি ডেডিকেটেড GPU Hyper Vision AI চিপ ব্যবহার করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে, দুটি ফোনেই একই প্রসেসর থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পূর্বসূরী Realme P3 এবং Realme P4 যথাক্রমে Qualcomm Snapdragon 6 Gen 4 এবং Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত।
উল্লেখ্য, 19 মার্চ ভারতে লঞ্চ হওয়া Realme P3 5G ফোনটিতে 120hz রিফ্রেশ রেট, HDR ইমেজ সাপোর্ট, 2,000 নিট পিক ব্রাইটনেস, ও FHD রেজোলিউশন সহ 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Adreno 810 জিপিইউ, IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স, 12 জিবি পর্যন্ত RAM ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি, স্টিরিও স্পিকার, ও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.