Realme P4x 5G to feature a 7,000mAh battery
Photo Credit: Realme
Realme P4x 5G যে ভারতে ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, তা আগেই ঘোষণা করেছে সংস্থা। নতুন স্মার্টফোনটি গেমিং এবং হাই-পারফরম্যান্সের দিকে বেশি গুরুত্ব দেবে বলে জানা গিয়েছে। অফিসিয়াল লঞ্চ হওয়ার তিন দিন আগে, এখন ফোনটির দাম ফাঁস হয়েছে। এটি 16,000 টাকা বাজেটের মধ্যে একটি শক্তিশালী মডেল হতে চলেছে। ফোনটিতে 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে। ডিভাইসটি রান করবে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। Realme P4x 5G সর্বোচ্চ 120 FPS-এ গেম খেলতে দেবে। চলুন হ্যান্ডসেটটির ফাঁস হওয়া দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
টেক ব্লগার অভিষেক যাদব তাঁর X (পূর্বনাম টুইটার) হ্যান্ডেলের একটি পোস্টে Realme P4x 5G এর দাম ফাঁস করেছেন। সেই পোস্ট থেকে জানা গিয়েছে, স্মার্টফোনটির দাম ভারতে 15,999 টাকা থেকে শুরু হবে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 17,499 টাকা ও 19,499 টাকা হতে পারে। তবে এই দামে অফার অর্ন্তভুক্ত আছে কিনা, তা জানা যায়নি।
জানিয়ে রাখি, Realme P4x 5G এর সঙ্গে একই দিনে (ডিসেম্বর 4) দিন Realme Watch 5 দুপুর 12টার আনুষ্ঠানিক ভাবে রিলিজ হচ্ছে। উভয় ডিভাইস Flipkart এবং রিয়েলমির অফিসিয়াল অনলাইন স্টোর থেকে বিক্রি হবে। এদের ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে ইতিমধ্যেই বিভিন্ন তথ্য সামনে এসেছে।
রিয়েলমি পি4এক্স 5G তার সেগমেন্টে একমাত্র ফোন হবে, যা 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেমের সঙ্গে আসবে। এটি অভ্যন্তরীণ তাপকে কার্যকর পদ্ধতিতে দ্রুত ছড়িয়ে দেয়, ফলে ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাবে। ফোনটির সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট সহ 6.72 ইঞ্চি FHD+ রেজোলিউশন ডিসপ্লে পাওয়া যাবে।
এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 7,80,000+ পয়েন্ট স্কোর করেছে। ফোনটিতে 18 জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট আছে। এটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে।
অন্যদিকে, ডিভাইসটির সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এটি গ্রীন, পিঙ্ক, ও হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। Realme P4x 5G ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)-তে সর্বোচ্চ 90 FPS পর্যন্ত গেমপ্লে সাপোর্ট করে৷ Free Fire গেমে সেটা পৌঁছবে 120 FPS-এ৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.