Helio P60 প্রসেসার ছাড়াও নতুন এই Realme ফোনে রয়েছে 4GB RAM আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Realme 1 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল।
Helio P60 প্রসেসার ছাড়াও নতুন এই Realme ফোনে রয়েছে 4GB RAM আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম
সম্প্রতি এক বেঞ্চমার্কিং ওয়েবসাইটে নতুন Realmeফোন দেখা গিয়েছে। RMX1833 মডেল নম্বরের নতুন Realme ফোনে Helio P60 প্রসেসার ব্যবহার হবে বলে জানা গিয়েছে। Realme 1 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে চারটি Realme স্মার্টফোন। এর মধ্যে শুধুমাত্র Realme 1 ফোনে MediaTek প্রসেসার ব্যবহার হয়েছিল। কোম্পানির বাকি তিনটি ফোনে রয়েছে Snapdragon চিপসেট।
সম্প্রতি লঞ্চ হয়েছে MediaTek Helio P70 চিপসেট। এই চিপসেট লঞ্চের পরেই Realme জানিয়েছিল এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। আর তখনই Helio P60 চিপসেট সহ নতুন স্মার্টফোন দেখা গেল বেঞ্চমার্কিং ওয়েবসাইটে।
![]()
ছবি সৌজন্যে: Geekbench
Helio P60 প্রসেসার ছাড়াও নতুন এই Realme ফোনে রয়েছে 4GB RAM আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। সম্প্রতি Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন ভবিষ্যতের Realme ফোনে থাকবে Oppoর VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি। এর ফলে 5V 4A চার্জার দিয়ে চার্জ করা যাবে পরবর্তী Realme ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found