Realme U1 আর Realme 1 এ Android Pie অপারেটিং সিস্টেমের হাত ধরে পৌঁছাল ColorOS 6। আপাতত ColorOS 6 বিটা আপডেট পাঠিয়েছে Realme।
Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে
আরও দুটি Realme ফোনে Android Pie আপোডেট পৌঁছাল। Realme U1 আর Realme 1 এ Android Pie অপারেটিং সিস্টেমের হাত ধরে পৌঁছাল ColorOS 6। আপাতত ColorOS 6 বিটা আপডেট পাঠিয়েছে Realme। আগামী তিন সপ্তাহের মধ্যেই এই দুই ফোনে স্টেবেল আপডেট পৌঁছে দেবে দিনের কোম্পানিটি।
অফিশিয়াল Realme ফোরামে Realme U1 আর Realme 1 ফোনে ColorOS 6.0 বিটা আপডেট পাঠানোর খবর সামনে এসেছে। আগ্রাহী গ্রাহকরা বিটা প্রোগ্রামে রেজিস্টার করে এই আপডেট ইনস্টল করতে পারবেন। বিটা আপডেট হওয়ার কারনে প্রাথমিক ডিভাইসে এই আপডেট ইনস্টল করার পরামর্শ দিচ্ছেন না বিশেষজ্ঞরা।
Realme জানিয়েছে বিটা আপডেট ইনস্টল করার সময় ফোনের ডেটা ওয়াইপ হবে না। Realme ফোরামে জানা গিয়েছে যে সব গ্রাহক বিটা প্রোগ্রামে নাম লিখিয়েছেন ইতিমধ্যেই সেই গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছাতে শুরু করেছে।
Realme U1 ফোনে এই আপডেটের সাই 2 GB। অন্যদিকে Realme 1 ফোনে ColorOS 6 বিটা আপডেটের সাইজ 2.11 GB।
গত বছর লঞ্চের সময় Realme 1 ফোনে ColorOS 5.0 চলত। অন্যদিকে গত বছর নভেম্বর মাসে ColorOS 5.2 সহ লঞ্চ হয়েছিল Realme U1।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Smartphones in India Now Support PhonePe's Indus Appstore
Circle to Search Update Adds Spam Detection; Google Brings Urgent Call Notes, New Emoji to Android