1000 টাকা দাম কমে ভারতে Realme U1 3GB RAM ভেরিয়েন্টের এর দাম শুরু হয়েছে 9,999 টাকা থেকে। 4GB RAM ভেরিয়েন্টের দাম 2,000 টাকা কমে হয়েছে 11,999 টাকা।
গত বছর নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল Realme U1
নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme U1। ডিসেম্বরে বিক্রি শুরু হয় এই স্মার্টফোন। দুটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্ট এ ভারতে U1 লঞ্চ করেছিল Realme। লঞ্চের পরে ফেব্রুয়ারি মাসে একবার এই ফোনের দাম কমেছিল। তখন শুধুমাত্র 3GB RAM ভেরিয়েন্ট সস্তা হয়েছিল। এবার সস্তা হল Realme U1 ফোনের 3GB RAM ও 4GB RAM ভেরিয়েন্ট। 2,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে এই দুটি ভেরিয়েন্ট। দুটি ভেরিয়েন্টেই Realme U1 ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P70 চিপসেট। এছাড়াও Realme U1 এ থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, 4GB পর্যন্ত RAM, ডুয়াল ক্যামেরা, 25MP ফ্রন্ট ক্যামেরা, ফেস আনলক সহ জনপ্রিয় সব ফিচার।
1000 টাকা দাম কমে ভারতে Realme U1 3GB RAM ভেরিয়েন্টের এর দাম শুরু হয়েছে 9,999 টাকা থেকে। 4GB RAM ভেরিয়েন্টের দাম 2,000 টাকা কমে হয়েছে 11,999 টাকা। শুধুমাত্র Amazon.in আর Realme.com থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video