Realme X ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
পপ-আপ সেলফি ক্যামেরা সহ চিনে লঞ্চ হয়েছে Realme X
ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Realme X। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। ইতিমধ্যেই ভারতে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছিলেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। এবার ট্যুইটারে এক পোস্টের উত্তরে মাধবা জানিয়েছেন, “আমরা শিঘ্রই ভারতে Realme X লঞ্চের পরিকল্পনা করছি। আশা করছি 2019 সালের দ্বিতীয়ার্ধে এই ফোন ভারতে লঞ্চ করতে পারব।”
চিনে Realme X লঞ্চের সময় মাধব জানিয়েছিলেন “শিঘ্রই” ভারতে আসবে এই স্মার্টফোন। ভারতে 18,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
চিনে Realme X এর দাম শুরু হচ্ছে 1,499 ইউয়ান (প্রায় 15,400 টাকা) থেকে। ইতিমধ্যেই প্রতিবেশি দেশে এই ফোন বিক্রি শুরু হয়েছে। 20 মে চিনে বিক্রি শুরু হবে Realme x। শিঘ্রই ভারতে আসছে এই ফোন।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন