Realme X এর দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে।
Realme X ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে
অবশেষে ভারতে লঞ্চ হল Realme X। Redmi Note 7 Pro, Vivo Z1 Pro, Samsung Galaxy M40 আর Redmi K20 এর সাথে প্রতিযোগিতায় ভারতে এই ফোন লঞ্চ করেছে Realme। Realme X ফোনের প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 710 চিপসেট আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। লঞ্চ ইভেন্টে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছেন ভারতে 900,000 গ্রাহক Realme প্রোডাক্ট ব্যবহার করছেন।
Realme X এর দাম
4GB RAM + 128GB স্টোরেজে Realme X এর দাম 16,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 19,999 টাকা খরচ হবে। 24 জুলাই Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে। পোলার হোয়াইট আর স্পেস ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
এছাড়াও 20,999 টাকা দামে লঞ্চ হয়েছে Realme X Spider-Man: Far From Home এডিশন। 8GB RAM + 128GB স্টোরেজে পাওইয়া যাবে এই ভেরিয়েন্ট। 17 জুলাই ভারতে আসছে Redmi K20। সেই ফোনের সাথে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে Realme X।
একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Realme 3i।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?