15 জুলাই ভারতে লঞ্চ হবে Realme X। একই দিনে ভারতে লঞ্চ হবে Realme X Spider-Man: Far From Home Special Edition। বুধবার এই কথা জানিয়েছে Realme। সম্প্রতি চিনে এই স্পেশাল এডিশন Realme X লঞ্চ হয়েছিল। শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে স্পেশাল এডিশান Realme X। Realme X ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট, 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর 3,765 mAh ব্যাটারি।
ট্যুইটারে Realme জানিয়েছে 15 জুলাই দুপুর 12 টা 30 মিনিটে Realme X Spider-Man: Far From Home Special Edition লঞ্চ ইভেন্ট শুরু হবে। চিনে Realme X Spider-Man: Far From Home এডিশনের দাম 1,799 ইউয়ান (প্রায় 18,100 টাকা)। শুধুমাত্র 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। চিনে 9 জুলাই এই ফোন বিক্রি শুরু হবে।
মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X। ইতিমধ্যেই ভারতে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছেন Realme প্রধান মাধব শেঠ। কবে ভারতে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
ডুয়াল সিম Realme X ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন