লঞ্চ হল Realme X3 SuperZoom। ইউরোপে এই ফোনের ক্যামেরায় থাকছে 5x অপটিকাল জুম। ইতিমধ্যেই ইউরোপে কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের বুকিং শুরু হয়েছে। থাকছে Snapdragon 855+ চিপসেট ও 120Hz ডিসপ্লে।
Realme X3 SuperZoom-এর দাম 499 ইউরো (প্রায় 43,300 টাকা)। 12GB RAM + 256GB স্টোরেজে ইউরোপে এই দোন পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইট থেকে শুরু হয়েছে প্রি-বুকিং।
এই ফোনে থাকছে 6.6 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট থাকছে। Realme X3 SuperZoom ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ।
Realme X3 SuperZoom ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,200 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে পাওয়ার বাটনের সঙ্গেই ফিঙ্গারপিন্ট সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন