সোমবার ভারতে লঞ্চ হবে Realme X50 Pro 5G। এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে।
Realme X50 Pro 5G তে থাকবে 12GB LPDDR5 RAM
সোমবার ভারতে আসছে Realme X50 Pro 5G। প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠান থেকে এই ফোন লঞ্চের ঘোষণা করেছিল Realme। করোনাভাইরাসের কারণে বার্সেলোনায় সেই অনুষ্ঠান বাতিল হওয়ার পরে ভারতে এই ফোন লঞ্চের ঘোষণা করেছিল চিনের কোম্পানিটি। লঞ্চের পরে এটাই হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে।
সোমবার দুপুর 2 টো 30 মিনিটে Realme X50 Pro 5G লঞ্চ শুরু হবে। অনলাইনে সরাসরি এই লঞ্চ ইভেন্ট সম্প্রচারিত হবে। নীচের প্লে বাটনে ক্লিক করে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।
Realme X50 Pro 5G -তে থাকবে Qualcomm -এর ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট। জানুয়ারিতে চিনে লঞ্চ হয়েছিল Realme X50 5G। সেই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হয়েছিল। এবার Xiaomi Mi 10 কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে Snapdragon 865 সহ বাজারে আসছে Realme X50 Pro 5G। এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। Realme X50 5G -তেও ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
Realme X50 Pro 5G স্পেসিফিকেশন
সম্প্রতি টিজার প্রকাশের সঙ্গেই Realme X50 Pro 5G -এর একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করেছিলেন কোম্পানির প্রধান শু শি। এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 12GB LPDDR5 RAM, 256GB UFS 3.0 স্টোরেজ ও Android 10।
সুপার ফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro 5G
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
RMX2071 মডেল নম্বরে লঞ্চ হবে Realme X50 Pro 5G। সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কিংয়ে এই ফোনের পরীক্ষার ফলাফল সামনে এসেছিল। সেখানে প্রায় সব ফোনকে পিছনে ফেলে 574,985 স্কোর করেছে Realme X50 Pro 5G।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor 500 Pro With Snapdragon 8 Elite SoC, 8,000mAh Battery Launched Alongside Honor 500: Price, Specifications
Vivo S50 Series Camera Specifications Revealed Ahead of Debut; Will Arrive With Sony IMX882 Sensor