চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে Xiaomi -র দুটি নতুন 5G স্মার্তফোন সবুজ সংকেত পেল। এর মধ্যে অন্যতম Redmi K30 Pro 5G।
Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর
চিনের সার্টিফিকেশন ওয়েবসাইটে Xiaomi -র দুটি নতুন 5G স্মার্তফোন সবুজ সংকেত পেল। এর মধ্যে অন্যতম Redmi K30 Pro 5G। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 5G। এবার 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেল এই ফোনের প্রো ভার্সন। নতুন ফোনে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।
M2001J11E ও M2001J11C মডেল নম্বরে দুটি স্মার্টফোন চিনের 3C সার্টিফিকেশন পাশ করেছে। চিনের একাধিক সংবাদবাধ্যমে জানানো হয়েছে এর মধ্যে অন্যতম স্মার্টফোনটি হল Redmi K30 Pro 5G। এই ফোনে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
স্মার্টফোন নয়, এবার ভারতে নতুন ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এল Xiaomi
চলতি সপ্তাহে প্রকাশিত অন্য এক রিপোর্টে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে। Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February
Google Photos App Could Soon Bring New Battery Saving Feature, Suggests APK Teardown