পঞ্চাশ হাজারের কম দামে ভারতে লঞ্চ হবে Realme X50 Pro 5G। বুধবার কোম্পানির এক আধিকারিক এই কথা জানিয়েছেন। 24 ফেব্রুয়ারি ভারতে এই ফোন লঞ্চ হবে।
Photo Credit: Twitter/ Realme Europe
24 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme X50 Pro 5G
পঞ্চাশ হাজারের কম দামে ভারতে লঞ্চ হবে Realme X50 Pro 5G। বুধবার কোম্পানির এক আধিকারিক এই কথা জানিয়েছেন। 24 ফেব্রুয়ারি ভারতে এই ফোন লঞ্চ হবে। ভারতে 5G নেটওয়ার্ক শুরু না হলেও 5G ফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি।
“50,000 টাকার আশেপাশে লঞ্চ হবে Realme -র 5G স্মার্টফোন। এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে।” কোম্পানির এক আধিকারিক পিটিআই কে এই কথা জানিয়েছেন।
জনপ্রিয় এক ওয়েবসাইটে জানানো হয়েছে কম দামের 5G চিপসেট সহ শীঘ্রই 25,790 টাকা দামে নতুন ফোন পাওয়া যাবে। কোম্পানির আধিকারিক জানিয়েছেন যে সব গ্রাহক ভবিশ্যত প্রযুক্তির জন্য নিজের স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে চান সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই এই ফোন লঞ্চ হবে।
এসে গেল Android 11; নতুন কী কী থাকছে?
স্পেন ও ভারতে একসঙ্গে Realme X50 Pro 5G লঞ্চ হবে। 2020 মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ফোন লঞ্চ হওয়ার কথা থাকলেও পরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এই অনুষ্ঠান বাতিল হয়। 25 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে অন্য এক 5G স্মার্টফোন iQoo 3।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Edge 70 Launched in India With 5,000mAh Battery, 50-Megapixel Triple Rear Cameras: Price, Specifications
Reliance Jio Launches Happy New Year 2026 Plans With Unlimited 5G Access, Google Gemini Pro