গত সপ্তাহে Realme জানিয়েছিল আট মাসে 40 লক্ষ গ্রাহক কোম্পানির প্রোডাক্ট কিনেছেন। এই সাফল্য গ্রাহকদের সাথে ভাগ করে নিতে শুরু হল Realme Yo Days Sale। 9 জানুয়েরি পর্যন্ত এই সেল চলবে। ফায়ারি গোল্ড রঙে বিক্রি শুরু হয়েছে Realme U1। সাথে পাওয়া যাচ্ছে Realme Buds। মাত্র 1 টাকায় ব্যাকপ্যাক বিক্রি করছে Realme। ওপেন সেলে পাওয়া যাচ্ছে Realme 2, Realme 2 Pro আর Realme C1।
সোমবার থেকে নতুন ফায়ারি গোলদ কালারে বিক্রি শুরু হবে Realme U1। আগে দুটি রঙে পাওয়া যেত এই ফোন। কোম্পানি জানুয়েছে রোজ প্রথম 500 জন Realme U1 গ্রাহককে বিনামূল্যে Realme Buds পাবেন। 9 জানুয়ারি পর্যন্ত এই অফার চলবে।
3GB RAM+32GB স্টোরেজে Realme U1 এর দাম 11,999 টাকা। তবে 4GB RAM+64GB স্টোরেজে Realme U1 কিনতে 14,999 টাকা খরচ হবে।
তবে আলাদা করেও Realme Buds কেনা যাবে। এই প্রোডাক্টের দাম 499 টাকা। Realme U1 ফোন লঞ্চের সময় এই ইয়ারফোন ঘোষণা করেছিল চিনের কোম্পানিটি।
এই সেলে যখন খুশি Realme 2, Realme 2 Pro আর Realme C1 কেনা যাবে। 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 এর দাম 9,499 টাকা। হাই এন্ড 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা।
4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Realme 2 Pro এর দাম 13,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ ও 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে 15,990 টাকা আর 17,990 টাকা। আর Realme C1এর দাম 7,499 টাকা।
Realme টেক ব্যাকপ্যাকের দাম 2,399 টাকা। তবে বিশেষ সেলে মাত্র 1 টাকায় এই প্রোডাক্ট কেনা যাবে। 9 তারিখ পর্যন্ত মাত্র 1 টাকায় 100 টই ব্যাকপ্যাক বিক্রি করবে Realme। রোজ দুপুর 12 টায় শুরু হবে সেল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন