মোট 40 লক্ষ মানুষ Realme প্রোডাক্ট কিনেছেন। সম্প্রতি এই কথা জানিয়েছে কোম্পানি। এই সাফল্যের পরেই বিশেষ সেল নিয়ে হাজির চিনের কোম্পানিটি। নতুন এই সেলের নাম Realme Yo Days। 7 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই সেল চলবে। এই সময় নতুন সোনালি রঙে বিক্রি শুরু হবে কোম্পানির অন্যতম জনপ্রিয় Realme U1।
আরও পড়ুন: সস্তা হল Asus ZenFone Max Pro M1
সম্প্রতি টুইটারে 40 লক্ষ গ্রাহকের কথা ঘোষণা করেছে Realme। মে মাসে Oppo –র সাব ব্র্যান্ড হিসাবে বাজারে এসেছিল Realme। এরপরে 2018 সালে পাঁচটি ফোন লঞ্চ করে কোম্পানি। নভেম্বরে লঞ্চ করেছিল একটি ইয়ারবাড। ইতিমধ্যেই দুটি আলাদা রঙে পাওয়া যায় কোম্পানি লেটেস্ট স্মার্টফোন Realme U1। এবার নতুন রঙে এই ফোন বাজারে আসতে চলেছে।
আরও পড়ুন: বছরের শুরুতেই ধামাকা, সস্তা হল একাধিক Xiaomi প্রোডাক্ট
Realme Yo Days সেলে একাধিক Realme প্রোডাক্টে আকর্ষনীয় ছাড় থাকবে। এর মধ্যেই থাকছে স্মার্টফোন ও অ্যাকসেসারিজ। সম্প্রতি একাধিক Realme ফোনে সফটওয়্যার আপডেট পৌঁছেছে। এছাড়াও সারা দেশে 150 টি শহরে অফলাইনে ফোন বিক্রি করার কথা জানিয়েছে কোম্পানি। প্রসঙ্গত এতদিন শুধুমাত্র অনলাইনে Realme প্রোডাক্ট কেনা যেত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন