সম্প্রতি কোম্পানির প্রথম স্মার্টফোন Realme 1 এ সফটওয়্যার আপডেটে পাঠাতে শুরু করল Realme। এই আপডেটে Realme 1 ফোনে পৌঁছেছে ColorOS 5.2 স্টেবেল ভার্সান। মাস খানেক আগে নির্বাচিত কিছু গ্রাহককে এই আপডেট পরীক্ষামুলকভাবে পাঠাতে শুরু করেছিল Realme। এবার সব Realme 1 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে। OTA আপডেটের মাধ্যমে পৌঁছাবে ColorOS 5.2 স্টেবেল ভার্সান। Realme জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সব Realme 1 ফোনে ColorOS 5.2 আপডেট পৌঁছে যাবে।
আরও পড়ুন: এটাই পরবর্তী Realme স্মার্টফোন?
কোম্পানির অফিশিয়াল ফোরামে এক পোস্টে Realme জানিয়েছে OTA আপডটের জন্য অপেক্ষা করতে না চাইলে নিজে থেকে আপডেট ফাইল ডাউনলোড করে এই আপডেট ইনস্টল করা যাবে। এই বিষয়ে সব তথ্য প্রকাশ করেছে Realme। নতুন এই আপডেটের বিল্ড নম্বর CPH1861EX_11.A.27।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?
ColorOS 5.2 আপডেটে Realme 1 ফোনের একসাথে বিউটি মোড ও ভিভিড মোড ব্যবহার করা যাবে। এই আপডেটে গ্রাহক চাইলে ছবির উপর নিজের ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। সাথে এই আপডেটে যোগ হয়েছে ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ।
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান
এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় যোগ হয়েছে নতুন কয়েকটি ফিচার। শিঘ্রই Realme 2 ফোনে ColorOS 5.2 আপডেট পৌঁছে যাবে। তবে Realme 2 ফোনে এই আপডেট কবে আসবে তা জানা যায়নি। এছাড়াও Realme C1 ফোনে এই আপডেট কবে পৌঁছাবে সেই তথ্য জানায়নি Realme। যদিও 2019 সালে কোম্পানির সব ফোনে Android Pie আপডেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে Realme।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন