ColorOS ভার্সান নম্বর RMX1805EX_11_A.19 আপডেটে এই দুটি Realme ফোনে নভেম্বর সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। আগামী মাসে Realme 2 ফোনে সেই আপডেট আসবে। তবে Realme C1ফোনে কবে ColorOS 5.2 আপডেট আসবে তা জানা যায়নি।
Photo Credit: Twitter/ Realme Mobiles
ডিসেম্বরে Realme 2 ফোনে পৌঁছাবে ColorOS 5.2 সফটওয়্যার আপডেট
বৃহস্পতিবার Realme 2 আর Realme C1 ফোনে লেটেস্ট ফার্মওয়্যার পাঠাতে শুরু করল Realme। ColorOS ভার্সান নম্বর RMX1805EX_11_A.19 আপডেটে এই দুটি Realme ফোনে নভেম্বর সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। এছাড়াও থাকছে একাধিক বাগ ফিক্স। তবে এটি ColorOS 5.2 সফটওয়্যার আপডেট নয়। আগামী মাসে Realme 2 ফোনে সেই আপডেট আসবে। তবে Realme C1ফোনে কবে ColorOS 5.2 আপডেট আসবে তা জানা যায়নি।
আরও পড়ুন: পরবর্তী Realme ফোনে থাকবে MediaTek প্রসেসার
সম্প্রতি টুইটারে Realme জানিয়েছিল Realme 1 আর Realme 2 ফোনে শিঘ্রই পৌঁছে যাবে ColorOS 5.2 আপডেট। এই আপডেটের হাত ধরে এই দুই ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছাবে বলে Realme প্রধান মাধব শেঠ।
এছাড়াও Ralme 2 Pro ফোনে 20 নভেম্বর নভেম্বর সিকিউরিটি আপডেট পৌঁছাতে শুরু করবে। তবে Realme 2 আর Realme C1 ফোনে নতুন এই ফার্মোয়্যার পৌঁছাবে 15 নভেম্বর থেকে।
সম্প্রতি দাম বেড়েছে Realme 2 আর Realme C1 এর। 8,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Realme 2। দাম বাড়ার পরে 3GB RAM আর 32GB স্টোরেজের Realme 2 কিনতে 9,499 টাকা খরচ হবে। তবে 4GB RAM ভেরিয়েন্ট এখনো 10,990 টাকায় পাওয়া যাবে।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে 6,999 টাকায় লঞ্চ হয়েছিল Realme C1। এবার সেই ফোনের দাম এক হাজার টাকা বেড়ে হল 7,999 টাকা। তবে আগের দামে বিক্রি হচ্ছে Realme 2 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26, Galaxy S26+ and Galaxy S26 Ultra Will Reportedly Go on Sale in March