লঞ্চের আগেই Redmi 15C এর দাম ফাঁস, থাকবে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 জুলাই 2025 15:20 IST
হাইলাইট
  • Redmi 15C ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে
  • হ্যান্ডসেটটিতে 6,000mAh ব্যাটারি ব্যবহার হতে পারে
  • এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসতে পারে

Redmi 15C গ্রিন, ব্লু, অরেঞ্জ, ও গ্রে কালার অপশনে উপলব্ধ

Photo Credit: Epto.it

Redmi 15C গ্লোবাল মার্কেটে ঝড় তোলার জন্য প্রস্তুত হচ্ছে। আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই শাওমির নতুন বাজেট স্মার্টফোনটির দাম থেকে শুরু করে, ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। একটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে Redmi 15C সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে। শাওমি নতুন মডেলটির হাত ধরে কম দামি মোবাইল ফোনের বাজারে তাদের ভিত আরও শক্ত করার পরিকল্পনা করছে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। রেডমির নতুন হ্যান্ডসেটটি 6,000mAh ক্ষমতার ব্যাটারি, 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, এবং MediaTek Helio G81 চিপসেটের সাথে আসতে চলেছে। ফোনটির অন্যতম আকর্ষণ প্রিমিয়াম ডিজাইন এবং সিগনেচারের স্টাইলে লেখা মডেলের নাম (পড়ুন Redmi 15C)।

Redmi 15C স্পেসিফিকেশন ও ফিচার্স

Redmi 15C শাওমির Android-ভিত্তিক HyperOS কাস্টম সফটওয়্যার দ্বারা পরিচালিত হবে। ফোনটির সামনে 6.9 ইঞ্চির LCD স্ক্রিন থাকবে যার রিফ্রেশ রেট 120 হার্টজ। হ্যান্ডসেটটিতে MediaTek Helio G81 প্রসেসর মিলবে বলে জানা গিয়েছে। চিপটি সর্বাধিক 4 জিবি RAM ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত থাকবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি বৃদ্ধি করার সুবিধা পাওয়া যেতে পারে।

পাওয়ার ব্যাকআপ ডিপার্টমেন্টে, রেডমি 15সি বড় আপগ্রেড পেতে চলেছে। এতে 6,000mAh ব্যাটারি ব্যবহার করেছে শাওমি যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তুলনাস্বরূপ, গত বছর আগস্টে 5,000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জ সমর্থনের সঙ্গে লঞ্চ হয়েছিল Redmi 14C। ফোনটি আকার-আকৃতির দিক থেকে 173.16x81.07x8.2 মিমি হতে পারে। ওজন প্রায় 205 গ্রাম হওয়ার সম্ভাবনা।

ফটোগ্রাফির জন্য, Redmi 15C এর পিছনের অংশে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে যার মধ্যে একটি AI-সমর্থিত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি সেন্সরটির সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সেলফি ও ভিডিয়ো চ্যাট করার জন্য 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া, এই স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে মিলবে 4G LTE, Bluetooth 5.4, Wi-Fi, NFC, GPS এবং USB Type-C পোর্ট। বিগত ক'বছরের ট্রেন্ড অনুসরণ করে, Redmi 15C মডেলটি Poco C85 নামেও রিব্র্যান্ড হতে পারে।

Redmi 15C দাম ও কালার অপশন

Epto.it ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী, ইতালি সহ ইউরোপীয় দেশগুলিতে Redmi 15C-এর বেস মডেলের দাম 133.90 ইউরো (প্রায় 13,400 টাকা) হতে পারে। এটি  4 জিবি র‍্যাম + 128 জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করবে। অন্যদিকে, উচ্চতর 4 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 154.90 ইউরো হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,500 টাকার সমান। ফোনটি মিন্ট গ্রিন, মুনলাইট ব্লু, মিডনাইট গ্রে এবং টোয়াইলাইট অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ।  ভারতে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea
  2. লঞ্চের আগেই Redmi 15C এর দাম ফাঁস, থাকবে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা
  3. Lava Blaze Dragon চীনা স্মার্টফোনদের ঘুম কাড়বে, দাম হতে পারে 10,000 টাকার কম
  4. Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে
  5. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  6. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  7. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  8. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  9. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
  10. 36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.