Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,900 mAh ব্যাটারি। আগামী 18 মার্চ চিনে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সম্ভবত এই ইভেন্টেই সামনে আসবে Redmi 7।
Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,900 mAh ব্যাটারি
সম্প্রতি Redmi 7 ফোনের স্পেসিফিকেসান ফাঁস হয়েছিল। সেই রিপোর্টে ফোনের অন্যান্য স্পেসিফিকেশান জানা গেলেও ফোনের চিপসেট সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। সম্প্রতি Redmi 7 হাতে একটি ভিডিও প্রকাশ করেছে এক ব্যাক্তি। ইন্টারনেটে প্রকাশিত এই ভিডিওতে দেখা গিয়েছে Redmi 7 ফোনে থাকছে Snapdragon 632 চিপসেট। Asus ZenFone Max M2, Honor 8C, and Moto G7 Power ফোনেও ব্যবহার হয়েছে এই চিপসেট।
এই সপ্তাহেই TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে জানানো হয়েছে আটটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi 7। কালো, নীল, ধুসর, সবুজ, গোলাপী, বেগুনী, লাল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর প্রসেসার। সাথে থাকছে 2GB, 3GB আর 4GB RAM। আর থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ। Redmi 7 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ।
Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে আর 3,900 mAh ব্যাটারি। আগামী 18 মার্চ চিনে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে Xiaomi। সম্ভবত এই ইভেন্টেই সামনে আসবে Redmi 7।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series