Redmi K20 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
28 মে চিনে লঞ্চ হবে Redmi K20। প্রায় রোজই এই ফোন সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে। একের পর এক টিজার প্রকাশ করে Redmi K20 লঞ্চের আগে বাজার গরম রাখতে চাইছে Xiaomi। এবার সোশ্যাল মিডিয়াতে Redmi জানিয়েছে নতুন এই ফোনে থাকছে Game Turbo 2.0। অন্য একটি পোস্টে Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছেন Redmi K20 ফোনে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। 28 মে বেজিং এ লঞ্চ হবে Redmi K20।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে Xiaomi জানিয়েছে Redmi K20 ফোনে থাকছে Game Turbo 2.0। Poco F1 ফোনে প্রথম Game Turbo ফিচার দেখা গিয়েছিল। সেই ফিচারের আপডেটের ভার্সান Game Turbo 2.0। এই ফিচারের ফলে গেম খেলার অভিজ্ঞতা আরও ভালো হবে বলে জানিয়েছে Redmi।
এছাড়াও Redmi K20 ফোনে থাকছে ডিসি ডিমিং ফিচার। OnePlus 7 Pro ফোনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। এই ফিচারে ডিসি ভোল্টেজের মাধ্যমে ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল হবে। এর ফলে ডিসপ্লে আরও মসৃণ হবে।
Redmi K20 ফোনের টিজার
ছবি: Weibo
এছাড়াও ওয়েইবিং জানিয়েছেন Redmi K20 ফোনে থাকছে হাই রেজ অডিও সাপোর্ট। এর সাথেই এই ফোনে থাকছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Redmi জানিয়েছে এই ফোন ব্যবহার করে হাই কোয়ালিডিটি সাউন্ড শোনা যাবে।
24 মে Redmi K20 প্রি-অর্ডার শুরু হচ্ছে
ছবি: Weibo
এছাড়াও জানা গিয়েছে 28 মে চিনে সকাল 10 টায় (ভারতীয় সময় সকাল 7 টা 30 মিনিট) Redmi K20 লঞ্চ শুরু হবে।
Redmi K20 ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন