Photo Credit: Weibo
Redmi K20 ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
মঙ্গলবার লঞ্চ হবে Redmi ব্র্যান্ডের প্রথম ফ্ল্যাগশিপ Redmi K20 আর Redmi K20 Pro। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিটে চিনের বেজিং শহরে লঞ্চ শুরু হবে। এই ফোনের Snapdragon 855 চিপসেট, 4,000 mAh ব্যাটারি সহ রয়েছে একগুচ্ছ প্রিমিয়াম ফিচার।
মঙ্গলবার চিনে দুপুর 2 টো (ভারতীয় সময় সকাল 11 টা 30 মিনিট) থেকে Redmi K20, Redmi K20 Pro লঞ্চ শুরু হবে। লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
ইতিমধ্যেই চিনে Redmi K20 প্রি-বুকিং শুরু হয়েছে। 100 ইউয়ান (প্রায় 1,000 টাকা) এর মাধ্যমে এই ফোন প্রি-বুক করা যাবে। সম্প্রতি এক রিপোর্তটে জানানো হয়েছে Redmi K20 Pro ফোনের দাম শুরু হচ্ছে 2,599 ইউয়ান (প্রায় 26,100 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন।
মঙ্গলবারের ইভেন্টে ফোনের সাথেই একটি ল্যাপটপ লঞ্চ করবে Redmi
ছবি: Weibo
আরও জানা গিয়েছে Redmi K20 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট, 4,000 mAh ব্যাটারি। ইতিমধ্যেই MySmartPrice ওয়েবসাইটে Redmi K20 ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে লাল রঙে এই ফোন দেখা গিয়েছে।
মঙ্গলবার Redmi K20 আর Redmi K20 Pro ফোনদুটি লঞ্চ করবে Xiaomi। দুটি ফোনেই থাকবে 6.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে। সাথে থাকছে 8GB পর্যন্ত RAM আর 256 GB পর্যন্ত স্টোরেজ।
একাধিক টিজারে Redmi K20 ফোন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে। এই ফোনে Snapdragon 855 চিপসেটের সাথেই থাকছে 4,000 mAh ব্যাটারি, 3.5 মিমি হেডফোন জ্যাক, আর Game Turbo 2.0। K20 ফোনে ডিসি ডিমিং ফিচারও যোগ করেছে Redmi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন