Photo Credit: Weibo
ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হবে Redmi K30 5G। সম্প্রতি এই ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল। এবার সামনে এল Redmi K30 ফোনের ছবি। ইতিমধ্যেই একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনে 120Hz রিফ্রেশ রেড ডিসপ্লে থাকবে। সাম্প্রতিক ছবিতেও সেই ফিচার সামনে এসেছে। 3C সার্টিফিকেশন ওয়েবসাইট তজেকে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Redmi K30 ফোনে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
সম্প্রতি চিনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi K30 ফোনের ছবি সামনে এসেছে। ছবিতে এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও নতুন এই Redmi ফোনে থাকছে 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। যদিও 60Hz রিফ্রেশ রেটেও এই ডিসপ্লে ব্যবহারের অপশন থাকছে।
ফোনের ডিসপ্লেতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনে 6.66 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। যদিও এই ফোনের প্রসেসরের নাম সামনে আসেনি। তবে গ্রাফিক্সের জন্য থাকছে Qualcomm এর Adreno 618 GPU। একাধিক Snapdragon 7 সিরিজ চিপসেটে এই গ্রাফিক্স ব্যবহার করেছে Qualcomm।
এই মুহুর্তে Snapdragon 730 আর Snapdragon 730G চিপসেটে Adreno 618 GPU ব্যবহার হয়। এছাড়াও Redmi K30 ফোনে থাকছে 30W ফাস্ট চার্জিং। Redmi K20 ফোনে 18W ফাস্ট চার্জ ব্যবহার করেছিল Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন