Poco F2 নামে ভারতে লঞ্চ হতে পারে Redmi K30 Pro
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Redmi K30 Pro
গত বছর চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 4G। পরে নাম বদলে Poco X2 নামে ভারতে এসেছিল সেই স্মার্টফোন। চলতি সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Redmi K30 Pro। এই ফোনের ক্যামেরা অ্যাপ কোড থেকে জানা গিয়েছে Poco F2 নামে ভারতে আসতে পারে এই ফোন। Poco F1 এর মতোই এই ফোনেও রয়েছে ফ্ল্যাগশিপ চিপসেট।
XDA Developers ফোরামে Mi Camera অ্যাপ কোডে Redmi K30 Pro ফোনের সঙ্গেই Poco নামের উল্লেখ রয়েছে। কোডিংয়ে ওয়াটারমার্কের জন্য ‘Shot on Poco Phone' দেখা গিয়েছে। এর পরেই ভারতে Poco F2 লঞ্চ নিয়ে জল্পনা শুরু হয়েছে। MIUI 11 বিটা ভার্সান কোডিং থেকে এই তথ্য জানা গিয়েছে।
পপ-আপ ক্যামেরা সহ এসে গেল Redmi K30 Pro
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
2018 সালে লঞ্চ হয়েছিল Poco F1। সেই ফোনে অবিশ্বাস্য দামে Snapdragon 845 চিপসেট ব্যবহার করে গ্রাহকের মন জিতেছিল Xiaomi। সম্প্রতি চিনে Snapdragon 865 চিপসেট সহ লঞ্চ হয়েছে Redmi K30 Pro। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা ও 4,700 mAh ব্যাটারি। ফোনের পিছনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ray-Ban Meta Glasses Gen 1 to Be Available via Amazon, Flipkart and More From November 21
Xiaomi 17 Ultra Listed on 3C Certification Website With Upgraded Charging Capabilities