ভারতে Redmi Note 5 Pro ফোনে MIUI 10.2.1 আপডেট পৌঁছাতে শুরু করল। এই আপডেটে ক্যামেরা অ্যাপ এর মধ্যে হঠাৎ একবারে অনেকগুলি ছবি ওঠার সমস্যার সমাধান হয়েছে। MIUI 10.2.1 তে আপডেটার অ্যাপে যোগ হয়েছে হোমস্ক্রিন শর্টকাট। Mi 5 আর Redmi Note 3 ফোনে MIUI 10.2 আপডেট পৌছানোর পরেই Redmi Note 5 Pro ফোনে পৌঁছালো MIUI 10.2.1 আপডেট।
আরও পড়ুন: ভিডিও: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?
আগে Redmi Note 5 Pro ফোনের ক্যামেরা অ্যাপে ছবি তুলতে গেলে হঠাৎ বার্স্ট মোডে চলে যাচ্ছিল। MIUI 10.2.1 আপডেটে সেই সমস্যার সমাধান হয়েছে। এছাড়াও ফাইল এক্সপ্লোরারের মধ্যে বাগ ফিক্স হয়েছে এই আপডেটে।
নিজের ফোনে Settings > About phone > System update এ গিয়ে MIUI 10.2.1 আপডেট করে নিতে পারবেন। তবে এই আপডেটের বিষয়ে Xiaomi কে প্রশ্ন করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।
ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
আরও পড়ুন: ‘ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ' দিয়ে বাজার কাঁপাবে Poco F2
Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।
আরও পড়ুন: রবিবাসরীয় সূর্যগ্রহণ: কোথায়, কখন দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন