Photo Credit: Twitter/ Benjamin Geskin
শিঘ্রই বাজারে আসছে Poco F2। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে Poco F2 ফোনের স্পেসিফিকেশান প্রকাশিত হয়েছে। এবার প্রথম Poco F2 ফোনের ছবি সামনে এল। নতুন এই ছবিতে দেখা গিয়েছে Poco F2 ফোনে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল ছোট্ট নচ।
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত ছবিতে Poco F2 ফোনটিকে সামনে ও পিছন থেকে দেখা গিয়েছে। এই ছবি অনুযায়ী Poco F2 ফোনে ওয়াটারড্রপ স্টাইল নচ থাকছে। সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Mi Play ফোনে একই ডিসপ্লে নচ দেখা গিয়েছিল। প্রসঙ্গত Poco F1 ফোনে ছিল iPhone XS এর মতো চওড়া ডিসপ্লে নচ।
নতুন এই ডিসজাইনে Poco F2 ফোনের স্ক্রিন থেকে বডির অনুপাত বৃদ্ধি পেয়েছে। একই ছবিতে ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা দেখা গিয়েছে। ক্যামেরার নীচের থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও Poco F2 ফোনের পিছনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
আরও পড়ুন: আরও ধারাল হল Poco F1 এর ক্যামেরা
তবে এই ছবিটি কনসেপ্ট মডেলের। তাই ফাইনাল ভার্সানের Poco F2 ফোনে এই ছবি থেকে কিছু বদল আসতে পারে।
অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Poco F1। লঞ্চের সময় Poco F1 এর দাম শুরু হয়েছিল 20,999 টাকা থেকে। পরে 1,000 টাকা দাম কমে 19,999 টাকা থেকে Poco F1 কেনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন